-->
দোলের দিন ঝলমলে আকাশ, আর হবে না বৃষ্টি, জানাল হাওয়া অফিস | বঙ্গ প্রতিদিন

দোলের দিন ঝলমলে আকাশ, আর হবে না বৃষ্টি, জানাল হাওয়া অফিস | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-গত সপ্তাহের প্রায় পুরোটা জুড়েই চলেছে মেঘ-বৃষ্টির খেলা। মাঝে মাঝে রোদের হদিশ পাওয়া গেলেও বেশিরভাগ সময়েই মুখভার ছিল আকাশের। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পাশাপাশি দাপট ছিল ঝোড় হাওয়ারও। রঙয়ের উৎসবে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বেজায় দুশ্চিন্তায় ছিল বঙ্গবাসী। হাওয়া অফিস অবশ্য আগেই পূর্বাভাস দিয়েছিল যে দোলের দিন বৃষ্টি হবে না রাজ্যে। অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে আলিপুরের অভয় বার্তা। সোমবার দোলের দিন সকাল থেকেই আবহাওয়া রয়েছে একদম রোদ ঝলমলে।
রবিবার থেকেই বদল হয়েছে আবহাওয়ার। হাওয়া অফিসের পুর্বাভাসও ছিল তেমনই। বৃষ্টির ভ্রূকূটি নেই। পাশাপাশি দিনের বেলা তেমন গরমও অনুভূত হচ্ছে না। মঙ্গলবার হোলির দিনও আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেভাবে বাড়বে না তাপমাত্রাও। তবে এই সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই চড়বে দক্ষিণবঙ্গের পারদ।
আলিপুর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা আর পুবালি হাওয়ার সংঘাতেই গত সপ্তাহ জুড়ে বৃষ্টি চলেছে। সঙ্গে দোসর ছিল বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত। তবে এই ঘূর্ণাবর্তের প্রভাব এখন কেটে গিয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফলে এখন আর বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন রাজ্যে। তবে দক্ষিণে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ।

0 Response to "দোলের দিন ঝলমলে আকাশ, আর হবে না বৃষ্টি, জানাল হাওয়া অফিস | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads