অরুণাচলের ভিতরে ঢুকে রাস্তা বানিয়ে ফেলেছে চিন, জানা গেল স্যাটেলাইট ইমেজ থেকে
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-কিছুদিন আগে অরুণাচলের বিজেপি সাংসদ তাপির গাও সতর্ক করেন, সীমান্ত পেরিয়ে চাগলাগাম ও বিশিং অঞ্চলে ঢুকে পড়েছে চিনা সেনা। বুধবার সেনাবাহিনী সেকথা অস্বীকার করে বলে, সীমান্তে টহলদার বাহিনী পাঠানো হয়েছিল। তারা ভারতের অভ্যন্তরে কোনও চিনা সৈনিক দেখতে পায়নি। কিন্তু উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দেখতে পেয়েছেন, চিনা সৈনিকরা সত্যিই বিশিং অঞ্চলের উত্তরে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে। শুধু তাই নয়, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে এক কিলোমিটার দীর্ঘ রাস্তাও বানিয়ে ফেলেছে তারা।
প্রতিরক্ষা বিশেষজ্ঞ অভিজিৎ আয়ার মিত্র বলেন, যখন সীমান্ত নিয়ে দুই দেশের বিতর্ক হয়, তখন দেখা যায়, একটি দেশ সীমানার কাছে জনবসতি তৈরি করছে। রাস্তাঘাট ও অন্যান্য পরিকাঠামো বানাচ্ছে। এর অর্থ, তারা অপর দেশকে বাধ্য করতে চায় যাতে সীমারেখা টানা হয় নতুন করে।
২০১৫ সালে চিন মেনে নিয়েছিল, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলই হল দুই দেশের সীমান্ত। তার পরেও তারা ভারতের অভ্যন্তরে এক কিলোমিটার ঢুকে পড়েছে। সীমান্ত থেকে ৩০০ মিটার দক্ষিণেও পরিকাঠামো তৈরি করেছে। তার মানে চিন চায়, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলকে আরও দক্ষিণ দিকে সরিয়ে নিয়ে যাওয়া হোক।
উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেন, এমপি তাপির গাও জানিয়েছিলেন, চিন ভারতের অভ্যন্তরে ঢুকে বুলডোজার দিয়ে রাস্তা তৈরি করছে। সেনাবাহিনী সীমান্তে গিয়ে কোনও বুলডোজার খুঁজে পায়নি। কিন্তু যেভাবে রাস্তা তৈরি হয়েছে তাতে বলা যায়, বুলডোজারের মতো ভারী আর্থ মুভিং যন্ত্র ব্যবহার করা হয়েছিল।
প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেন, চিন কোনও বাধা ছাড়াই ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েছে। ২০১৭ সাল থেকেই তারা এদেশের অভ্যন্তরে ঢুকছে। মনে হয়, তাপির গাওয়ের বক্তব্য ঠিক। শুধু বিশিং নয়, চাগলাগাম অঞ্চলেও সম্ভবত তারা ঢুকেছে। যদিও ভারত সরকার এখনও চিনা অনুপ্রবেশ নিয়ে কোনও ব্যবস্থা নেয়নি। এই অবস্থায় তারা আরও ভেতরে ঢুকে পড়লেও আশ্চর্যের কিছু নেই।
0 Response to "অরুণাচলের ভিতরে ঢুকে রাস্তা বানিয়ে ফেলেছে চিন, জানা গেল স্যাটেলাইট ইমেজ থেকে"
Post a Comment