এগিয়ে আসছে সময়, বেঙ্গালুরু পৌঁছলেন প্রধানমন্ত্রী, ইসরোর কন্ট্রোল রুমে জমিয়ে বসার অপেক্ষা
Saturday, September 7, 2019
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- আর ঘণ্টা দুয়েকের অপেক্ষা। চন্দ্রযানের লাইভ টেলিকাস্ট দেখতে বেঙ্গালুরু পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মধ্যরাতে বেঙ্গালুরু ইসরো সেন্টারের কন্ট্রোল রুমে মহাকাশবিজ্ঞানীদের সঙ্গে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন তিনিও। মোদীর পাশে বসেই সরাসরি চন্দ্রযানের লাইভ সম্প্রচার দেখবে ৭০ জন পড়ুয়া। ইসরো আয়োজিত ‘মহাকাশ ক্যুইজ়’-এ জিতে আসা দেশের নানা স্কুলের ওই ৭০ জন ছেলেমেয়ের মধ্যে রয়েছে বর্ধমানের উসরা আলমও।
বেঙ্গালুরু বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন কর্নাটকের রাজ্যপাল বৈজুভাই বালা, কেন্দ্রীয় মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া, যোশী প্রহ্লাদ-সহ অনেকে।
২২ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের পর প্রতিটা মুহূর্তই ছিল উৎকণ্ঠার। ইসরো জানিয়েছে, চাঁদের কক্ষপথে পা রাখা থেকে অরবিটার আর ল্যান্ডার দু’ ভাগ হওয়ার প্রতিটা সেকেন্ড মনিটরে চোখ রেখে বসেছিলেন মহাকাশবিজ্ঞানীরা। সফট ল্যান্ডিং-এর আগে ১৫টা মিনিটও হবে রুদ্ধশ্বাস অপেক্ষার।
আজ সকালেই টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ‘এক্সট্রিমলি এক্সাইটেড’ তিনি। লিখেছিলেন, “ভারতীয় মহাকাশ গবেষণার চূড়ান্ত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বেঙ্গালুরুর ইসরো সেন্টারে থাকা নিয়ে উৎসুক হয়ে আছি। দেশের অনেক ইয়ংস্টারও ওই মুহূর্ত দেখার জন্য উপস্থিত থাকবে। সেখানে ভুটানের যুবকরাও থাকবেন।”
গোটা দেশের কাছে এক অভিনব বার্তাও দিয়েছেন মোদী। লিখেছেন, সকলে দেখুক এই মুহূর্ত। শুধু দেখাই নয়, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও বলেছেন। জানিয়েছেন, সেই ছবির থেকে কিছু তিনি নিজের টুইটার হ্যান্ডেলে রি-টুইট করবেন।
২২ জুলাই নিজের অফিসে বসে চন্দ্রযানের উৎক্ষেপণ দেখছিলেন প্রধানমন্ত্রী
0 Response to "এগিয়ে আসছে সময়, বেঙ্গালুরু পৌঁছলেন প্রধানমন্ত্রী, ইসরোর কন্ট্রোল রুমে জমিয়ে বসার অপেক্ষা"
Post a Comment