কীভাবে জিএসটি-র ক্ষতিপূরণ রাজ্যগুলিকে, স্থির হল না ম্যারাথন বৈঠকেও
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- সোমবার প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীদের নিয়ে জিএসটি কাউন্সিলের বৈঠক বসে। তাতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দীর্ঘ বৈঠকের পরে নির্মলা বলেন, আজ রাতেই রাজ্য সরকারগুলির বকেয়া জিএসটি ক্ষতিপূরণ হিসাবে ২০ হাজার কোটি টাকা দেওয়া হবে। কিন্তু কীভাবে ওই ক্ষতিপূরণ দেওয়া হবে, তা দীর্ঘ আলোচনার পরেও স্থির করা যায়নি। জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক বসবে ১২ অক্টোবর। সেদিন এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবারের বৈঠকে স্থির হয়েছে, আরও পাঁচ বছরের জন্য সেস নেবে জিএসটি কাউন্সিল। বিলাসদ্রব্যের ওপরে সারচার্জ নেওয়া শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে। ওই সারচার্জ জিএসটি-র অংশ।
এর আগে জিএসটি কাউন্সিলের বৈঠক বসেছিল গত ২৭ অগাস্ট। তখন জিএসটির ক্ষতিপূরণ নিয়ে রাজ্যগুলিকে দু’টি সুযোগ দেয় কেন্দ্রীয় সরকার। রাজস্ব সচিব জানান, রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যগুলিকে কম সুদে ৯৭ হাজার কোটি টাকা ধার দেওয়া হবে। ২০২২ সালের মধ্যে সেই ঋণ শোধ করতে হবে। সেস বসিয়ে ঋণশোধের অর্থ সংগ্রহ করবে রাজ্যগুলি। অথবা রাজ্যগুলি পুরো ২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকাই ঋণ নিতে পারবে। কোন রাজ্য কত টাকা ঋণ নেবে, তা জানাতে হবে আগামী সাত দিনের মধ্যে।
বিরোধী শাসিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরল, মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু এবং তেলঙ্গানা এখনও পর্যন্ত দু’টি সুযোগের কোনওটিই গ্রহণ করেনি। একটি সূত্রে খবর, এখনও পর্যন্ত ২১ টি রাজ্য সিদ্ধান্ত নিয়েছে, তারা ৯৭ হাজার কোটি টাকা ঋণ নেবে।
২০১৭ সালের ১ জুলাই থেকে দেশে জিএসটি চালু হয়। এই সংক্রান্ত আইনে স্পষ্ট বলা হয়েছে, জিএসটি চালুর জন্য রাজ্যগুলির রাজস্ব আদায় কমবে। রাজস্ব আদায় যদি ১৪ শতাংশের বেশি কমে, তাহলে ২০২২ সাল পর্যন্ত তাদের ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার। অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেছেন, জিএসটি-র জন্য রাজ্যগুলির রাজস্ব আদায় কমেছে। এই করোনা সংকটে কেন্দ্রীয় সরকার তাদের ক্ষতিপূরণ দিক।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী কিছুদিন আগে বলেন, “জিএসটি-র ক্ষতিপূরণ একটা বড় ইস্যু। সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার তা দিচ্ছে না। রাজ্যগুলির প্রাপ্য বকেয়া থেকে যাচ্ছে। তাদের অর্থনীতির ক্ষতি হচ্ছে।”
0 Response to "কীভাবে জিএসটি-র ক্ষতিপূরণ রাজ্যগুলিকে, স্থির হল না ম্যারাথন বৈঠকেও"
Post a Comment