-->
রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক নিয়ে বড় নির্দেশ খাদ্য দপ্তরের | বঙ্গ প্রতিদিন

রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক নিয়ে বড় নির্দেশ খাদ্য দপ্তরের | বঙ্গ প্রতিদিন

 



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ করতে হবে এই নির্দেশিকা পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসে। সেই মতো কাজও শুরু হয়ে যায়, পরে আবার আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হয়।

এখন রাজ্যে ডিজিটাল রেশন কার্ড রয়েছে প্রায় ৯ লক্ষ ১০ হাজার। এই সংখ্যা আগামী দিনে আরও বাড়বে। আধার সংযুক্তিকরণের জন্য প্রথম দফায় ৯ থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত যে শিবির খোলা হয়েছিল তাতে নতুন কার্ডের জন্য আবেদন পড়েছে প্রায় ৮ লক্ষ। এরপর আবার দ্বিতীয় পর্যায়ের শিবির রয়েছে ৫ থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত। তাহলে এই বিপুলসংখ্যকডিজিটাল রেশন কার্ডের আধার সংযুক্তিকরণ শুধুই কি রেশন অফিসে সম্ভব!
ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণের জন্য এখন মানুষদের ভরসা করতে হচ্ছে খাদ্য দপ্তরের অফিসে। এই বিপুল পরিমাণ ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ শুধুমাত্র খাদ্য দপ্তর অফিসের সম্ভব নয়। তাই রেশন ডিলারদের উপরই ভরসা করতে হচ্ছে খাদ্য দপ্তরকে। বাংলা একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আধার সংযুক্তিকরণের কাজ করবে রেশন ডিলারাও, যাতে করে এই আধার লিঙ্ক করার কাজ দ্রুত সম্পূর্ণ হয়।
আর এই কাজে রেশন ডিলারদের অংশগ্রহণ নিয়ে শুরু হবে প্রশিক্ষণ শিবির। প্রথম থেকেই রেশন ডিলারদের ই-পসের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ড গ্রাহকদের আধার নাম্বার এবং আঙ্গুলের ছাপ নিয়ে আধার সংযুক্তিকরণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেই কাজ শুরু করতে পারেনি, কারণ তাদের এ বিষয়ে কোনো রকম প্রশিক্ষণ ছিলনা। পরে খাদ্য দপ্তরের মন্ত্রীর সাথে আলোচনা করে প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নেওয়ার পরই এই সংযুক্তিকরণের কাজ শুরু হবে।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, বর্তমান ডিজিটাল রেশন কার্ডগুলির আধার সংযুক্তিকরণ নভেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলে আশাবাদী। আর বিশেষ অভিযানে নতুন যে কাজগুলি হচ্ছে তাদের সংযুক্তিকরণ ডিসেম্বর মাসের মধ্যে সমাপ্ত করা হবে।

0 Response to "রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক নিয়ে বড় নির্দেশ খাদ্য দপ্তরের | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads