দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে-র ২৪ বছর, একটুও বদলায়নি সিমরন
Sunday, October 20, 2019
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :- দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে। যশ রাজ ফিল্মসের অন্যতম হিট ছবি। সেই ছবির ২৪ বছর পূর্তিতে মেমোরি রিক্রিয়েট করলেন কাজল। সেই একই চশমা, একইভাবে উদ্ভট জায়গায় বসে বই পড়ার স্টাইল, ২৪ বছরেও সিমরন যে একটুও বদলায়নি তা বুঝিয়ে দিলেন অভিনেত্রী।
সিনেমায় একটা দৃশ্য ছিল, যেখানে ট্রেনের মধ্যে বসে বই পড়ছেন কাজল। চোখে মোটা কালো ফ্রেমের চশমা, অগোছালো খোলা চুল, আর ঠোঁটে লেগে আলতো হাসি। দু’দশক পর হুবহু এই দৃশ্যই দর্শকদের দেখালেন কাজল। একটা ফুলদানির পাশে বসে রয়েছেন তিনি। চোখে সেই চশমা। সঙ্গে খোলা চুল। পর্দার সিমরন আর ২০১৯ সালের কাজলের মধ্যে ফারাক বোঝার উপায় নেই।টুইটার এবং ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন কাজল। লিখেছেন, সেই চশমা এখনও সঙ্গে রয়েছে। এখনও একই ভাবে অদ্ভুত জায়গায় বসে বই পড়ি। ২৪ বছরে এতটুকুও বদল হয়নি।
১৯৯৫ সালের ১৯ অক্টোবর রিলিজ হয়েছিল শাহরুখ-কাজলের রোম্যান্টিক ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। পরিচালনায় ছিলেন আদিত্য চোপড়া। ছবির গল্প থেকে শুরু করে গান, সবই সিনেমা রিলিজের ২৪ বছর পরেও সমান জনপ্রিয়। রাজ-সিমরনের জুটি এখনকার জেন ওয়াইয়ের কাছেও আদর্শ জুটি।
0 Response to "দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে-র ২৪ বছর, একটুও বদলায়নি সিমরন"
Post a Comment