
নাইট চেয়েও পেল না এই বাংলাদেশের পেসারকে
Sunday, September 6, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- আগে ক্লাব না, আগে দেশ? আইপিএল শুরুর আগে থেকেই এই বিতর্ক চলছে। কোনও দেশের ক্রিকেটাররা আইপিএল শুরু হলে দেশের জার্সি গায়ে খেলাকে অত গুরুত্ব দিতে চান না। সেই দিক থেকে ব্যতিক্রমী রাস্তায় হাঁটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা ওই দেশের একনম্বর পেসার মুস্তাফিজুর রহমানকে রিলিজ করল আইপিএলের জন্য। মুস্তাফিজুরকে চেয়েছিল তিনটি ফ্রাঞ্চাইজি দল, প্রথমে রাজস্থান রয়্যালস, তারপর মুম্বাই ইন্ডিয়ান্স, শেষে নাইট রাইডার্সও হাত বাড়িয়েছিল। তারা বাংলাদেশের নামী পেসারকে দিতে চেয়েছিল এক কোটি টাকা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা জানিয়ে দিয়েছেন আইপিএল নয়, মুস্তাফিজুরকে খেলতে যেতে হবে শ্রীলঙ্কা সফরে, ওই সফরেই তাঁকে বেশি দরকার। মুস্তাফিজুরও সেই পরামর্শ মেনে নিয়েছেন।
ইংল্যান্ডের পেসার হ্যারি গার্নি চোটের কারণে বাতিল হয়ে যাওয়ায় নাইটদের পেস বোলিং বিভাগ নিয়ে সমস্যা রয়েছে। তাদের শিবিরে রয়েছে পেসার বলতে রয়েছেন কামিন্স ও ফার্গুসন। সেই জন্যই তারা চেয়েছিল মুস্তাফিজুরকে নিয়ে সেই সমস্যা মেটাবেন। কিন্তু সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের নামী ক্রিকেটার বলেন, ‘‘নাইটদের পক্ষ থেকে বিসিবি-র (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সঙ্গে যোগাযোগও করেছিল। কিন্তু আমাকে শ্রীলঙ্কা সফরে যেতেই হবে, সেইজন্য তারা না করে দিয়েছে। আমি তাই খেলতে যেতে পারব না।’’
আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। বাংলাদেশ শ্রীলঙ্কার উদেশ্যে রওনা দেবে ২৭ সেপ্টেম্বর। আইপিএলের ফাইনাল ১০ নভেম্বর। শ্রীলঙ্কা সফর শেষ করে বাংলাদেশ দল ফিরবে ১৩ নভেম্বর, তাই পুরো আইপিএল জুড়েই কোনও বাংলাদেশ ক্রিকেটার থাকবেন না। প্রসঙ্গত, এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছিলেন মুস্তাফিজুর। দারুণ সফল হয়েছেন এও যেমন বলা যাবে না, আবার ব্যর্থ হয়েছেন, তাও ঠিক নয়। সাফল্যের ভাগ ৫০-৫০।
0 Response to "নাইট চেয়েও পেল না এই বাংলাদেশের পেসারকে"
Post a Comment