-->
মুভি মাফিয়াদের পাণ্ডা করণ, কত লোকের সর্বনাশ করেছেন, ফের বিস্ফোরক কঙ্গনা

মুভি মাফিয়াদের পাণ্ডা করণ, কত লোকের সর্বনাশ করেছেন, ফের বিস্ফোরক কঙ্গনা


বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের স্বজনপোষণ বা নেপোটিজম নিয়ে বারবার সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। নিশানা বানিয়েছেন পরিচালক করণ জোহরকে। এবার সরাসরি করণকে ‘মুভি মাফিয়া’ বলে তোপ দেগেছেন হিমাচল কন্যা।
মঙ্গলবার টুইট করে কঙ্গনা লিখেছেন, “মুভি মাফিয়াদের দলের মূল পাণ্ডা করণ জোহর। কত লোকের কেরিয়ার এবং জীবন বরবাদ করেও এই লোকটা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ওঁর বিরুদ্ধে।” এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেলে ট্যাগ করে কঙ্গনা লিখেছেন, “আমাদের জন্য কি কোনও আশা রয়েছে? কারণ এইসব কিছু শান্ত হলে উনি এবং ওঁর দলবল আমায় নিশানা বানাবে।”
চলতি সপ্তাহে বলিউডের অন্ধকার জগৎ সম্পর্কে একাধিক বিস্ফোরক টুইট করেছেন। এর আগেও এইসব নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে কঙ্গনাকে। প্রসঙ্গত, কিছুদিন আগে সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘রিপাবলিক টিভি’-তে সাক্ষাৎকার দিয়েছিলেন সুশান্তের জিম পার্টনার। তাঁর অভিযোগ ছিল করণ জোহর সুশান্তকে নিয়ে ‘ড্রাইভ’ ছবিটা বানিয়েছিলেন এই কারণেই যাতে বাকি কারও সঙ্গে সুশান্ত সেই সময় আর কাজ না করতে পারেন। এরপরেই গতকাল এই বিস্ফোরক টুইট করেছেন কঙ্গনা। এর আগেও অভিযোগ উঠেছিল যে ‘ড্রাইভ’ ছবি হলের বদলে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজের বিষয়ে সুশান্তের সঙ্গে নাকি কোনও আলোচনাই করেননি করণ জোহর।
সুশান্তের মৃত্যুর ঘটনায় মাদক যোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই সময়েও কটাক্ষ করে কঙ্গনা বলেছিলেন, “এনসিবি বলিউডে তদন্ত করতে এলে একাধিক রাঘব বোয়াল জেলের ঘানি টানতে বাধ্য হবে।” এখানেই থামেননি অভিনেত্রী। বিস্ফোরক অভিযোগ করে কঙ্গনা বলেছিলেন, বলিউডের ৯৯ শতাংশ সুপারস্টার মাদক বা ড্রাগ নেন। পাশাপাশি তিনি এও বলেন যে বিশাল ভাবে সফল তারকাদের ‘ইনার সার্কেল’ পার্টিতে অবাধে চলে মাদক সেবন।
এছাড়াও আদিত্য চোপড়া, করণ জোহর, মহেশ ভাট, রাজীব মাসান্দকেও কড়া ভাষায় কটাক্ষ করেছেন কঙ্গনা। সরাসরি অভিযোগ করে বলেছেন, এঁদের ‘ফেভারিটিজম’-এর দৌলতেই সুশান্তের এই পরিণতি হয়েছে। নাম করে রণবীর কাপুর, রণবীর সিং, অয়ন মুখার্জি এবং ভিকি কৌশলকে রক্ত পরীক্ষা করতেও বলেছেন কঙ্গনা। যাতে স্পষ্ট হয়ে যাবে যে এই অভিনেতা-পরিচালকদের মাদক সেবনের কথা শুধুই রটনা নাকি সত্যি।

0 Response to "মুভি মাফিয়াদের পাণ্ডা করণ, কত লোকের সর্বনাশ করেছেন, ফের বিস্ফোরক কঙ্গনা"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads