করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
Sunday, September 6, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মৃদু উপসর্গ নিয়ে বাইপাসের এক হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার থেকে জ্বর আসে। কিন্তু তার সঙ্গে ছিল গলা ব্যথাও।
এই দুই-ই কোভিডের লক্ষণ। তাই দেরি না করে করোনা পরীক্ষা করতে দেন। আর সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। এর আগেও তৃণমূলে একাধিক নেতা-মন্ত্রী এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন।করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ্যের দমকলমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসু
তাঁর বাড়ির এক পরিচারিকার শরীরে প্রথমে করোনা ধরা পড়ে। সুজিত বসু শুরুতে হোম আইসোলেশনে থাকলেও পরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। করোনা আক্রান্ত হয়েছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ।
এছাড়াও করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
0 Response to "করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।"
Post a Comment