-->
ভাঙল সংক্রমণের রেকর্ড, ৯০ হাজারের বেশি আক্রান্ত একদিনে, ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন প্রায় ৭৪ হাজার

ভাঙল সংক্রমণের রেকর্ড, ৯০ হাজারের বেশি আক্রান্ত একদিনে, ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন প্রায় ৭৪ হাজার




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :-ভারতে দৈনিক কোভিড সংক্রমণের সব রেকর্ড ভেঙে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ। অবশ্য সুস্থও হয়েছে প্রায় ৭৪ হাজার।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, আজ রবিবার ৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪১,১৩,৮১১। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৭০,৬২৬ জনের। করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩১,৮০,৮৬৫ জন। ভারতে এখন অ্যাকটিভ কেস ৮,৬২,৩২০।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০,৬৩২ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৬৫ জনের। আর সুস্থ হয়েছেন ৭৩,৬৪২ জন। দেশে এখন সুস্থতার হার ৭৭.৩২ শতাংশ। আর মৃত্যুহার ১.৭২ শতাংশ।
ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৮,৬৩,০৬২। এখনও পর্যন্ত কোভিড সংক্রমণে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৫,৯৬৪ জনের। সুস্থ হয়েছেন ৬,২৫,৭৭৩ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেস ২,১১,৩২৫।
দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এখানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৭৬,৫০৬ জন। সংক্রমণে মৃতের সংখ্যা মোট ৪২৭৬। সুস্থ হয়েছেন ৩,৭০,১৬৩ জন। অন্ধ্রপ্রদেশে অ্যাকটিভ কেস ১,০২,০৬৭।
তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৫১,৮২৭। সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৬৮৭ জনের। কোভিড সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৩,৯২,৫০৭ জন। তামিলনাড়ুতে অ্যাকটিভ কেস ৫১,৬৩৩।
চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৭৯,৪৮৬। করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ৬১৭০ জনের। সুস্থ হয়েছেন ২,৭৪,১৯৬ জন। কর্নাটকে অ্যাকটিভ কেস ৯৯,১২০।
পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৫৩,১৭৫ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৭৬২ জনের। সুস্থ হয়েছেন ১,৯০,৮১৮ জন। উত্তরপ্রদেশে অ্যাকটিভ কেস ৫৮,৫৯৫।
ষষ্ঠ স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১,৮৫,২২০। মৃত্যু হয়েছে ৪৫১৩ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১,৬১,৮৬৫ জন। দিল্লিতে এখন অ্যাকটিভ কেস ১৮,৮৪২।

0 Response to "ভাঙল সংক্রমণের রেকর্ড, ৯০ হাজারের বেশি আক্রান্ত একদিনে, ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন প্রায় ৭৪ হাজার"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads