-->
ধোনির কি এবারই শেষ আইপিএল! আর কারা থাকতে পারেন সেই তালিকায়

ধোনির কি এবারই শেষ আইপিএল! আর কারা থাকতে পারেন সেই তালিকায়

 



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-চলতি আইপিএল শুরু হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর তারপরেই প্রশ্ন উঠেছে, আইপিএলেও কি এবার শেষবারের মতো দেখা যাবে ধোনিকে। পরের মরসুম থেকে কি পুরোপুরি ভাবেই ক্রিকেটকে বিদায় জানাবেন মাহি? এই বিষয়ে অবশ্য ধোনির তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে আরও কিছু ক্রিকেটার রয়েছেন এবারের আইপিএলে যাঁদের কাছে এটাই শেষ মরসুম হতে পারে।

দেখে নেওয়া যাক কারা কার থাকতে পারেন সেই তালিকায়-

মহেন্দ্র সিং ধোনি (চেন্নাই সুপার কিংস)- আইপিএলের সবথেকে ধারাবাহিক অধিনায়ক তিনি। তিনবার ট্রফি জিতেছেন তিনি। আটবার দলকে ফাইনালে তুলেছেন তিনি। প্রথম থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হলেও মাঝে দুই মরসুম রাইজিং পুণে সুপারজায়ান্টাসের হয়ে খেলেছেন তিনি। যদিও হলুদ জার্সিতেই তাঁর আইপিএলের উত্থান। আর তাই তিনি চেন্নাই ছেড়ে অন্য কোথাও যাবেন সেটা না হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে চেন্নাই দলের নিজের কেরিয়ার শেষ করতে চাইবেন মাহি। তবে সেটা এবারই কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।

ক্রিস গেইল (কিংস ইলেভেন পাঞ্জাব)- টি ২০ ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ক্রিকেটার গেইল। বিশ্বের যেখানেই তিনি খেলেছেন, নিজের নাম করেছেন। আইপিএলেও একাধিক ফ্র্যাঞ্চাইজিতে চুটিয়ে খেলেছেন তিনি। কিন্তু ইউনিভার্সাল বসেরও বয়স হয়েছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও জায়গা হয়নি গেইলের। তাই এই মরসুমেই হয়তো শেষবারের মতো আইপিএলে নামতে দেখা যেতে পারে তাঁকে।

শেন ওয়াটসন (চেন্নাই সুপার কিংস)- দু’বছর আগে এই ওয়াটসনের সেঞ্চুরিতেই ফাইনাল জিতেছিল চেন্নাই সুপার কিংস। কখনও ব্যাঙ্গালোর, কখনও রাজস্থান, কখনও চেন্নাইয়ে খেলেছেন ওয়াটসন। কিন্তু বয়স হয়েছে তাঁর। অস্ট্রেলিয়া দলেও আর সুযোগ পান না তিনি। তাই এবারই তাঁর শেষ মরসুম হতে পারে।

রবিন উথাপ্পা (রাজস্থান রয়্যালস)- আইপিএলে ভারতের অন্যতম নামকরা তারকা তিনি। কলকাতা দলে দীর্ঘদিন খেলেছেন। ২০১৪ মরসুমে অরেঞ্জ ক্যাপ জিতেছেন। কিন্তু এবার আর তাঁকে দলে রাখেনি নাইট রাইডার্স। রাজস্থান দলে জায়গা পেয়েছেন উথাপ্পা। তবে এবারের পরে আর তাঁকে আইপিএলে নাও দেখা যেতে পারে।

ইমরান তাহির (চেন্নাই সুপার কিংস)- ধোনির দলের সাফল্যের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাহির। দক্ষিণ আফ্রিকার এই স্পিনারের উইকেট নেওয়ার ক্ষমতা ধোনিকে অনেক ম্যাচে জয় এনে দিয়েছে। কিন্তু তাঁরও এবার শেষ আইপিএল হতে পারে।

অমিত মিশ্র (দিল্লি ক্যাপিটালস)- ভারতের অভিজ্ঞ স্পিনার। আইপিএলেও ১০০-র বেশি উইকেট নিয়েছেন তিনি। রয়েছে হ্যাটট্রিক। কিন্তু কোনও দিনই দলে নিয়মিত জায়গা পাননি তিনি। এবছর দিল্লি দলে অক্ষর পটেল বা সন্দীপ লামেচানেরা থাকায় মিশ্র কতটা সুযোগ পাবে তার সন্দেহ রয়েছে। তাই এবারই হয়তো শেষবার আইপিএল খেলবেন তিনি।

ফাফ দুপ্লেসি (চেন্নাই সুপার কিংস)- ধোনির দলের এই প্রোটিয়া ক্রিকেটারও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অনেক ম্যাচে। কিন্তু এবার তাঁরও শেষ মরসুম হতে পারে।

ডেল স্টেইন (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)- গত মরসুমে ব্যাঙ্গালোরের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলারও। এবারও তিনি দলে থাকলেও কতটা সুযোগ পাবেন তা নিশ্চিত নয়। কারণ নবদীপ সাইনি, উমেশ যাদব, মহম্মদ সিরাজরা দলে রয়েছেন। তাই এবারই শেষবারের মতো মাঠে দেখা যেতে পারে তাঁকে।

ডোয়েন ব্র্যাভো (চেন্নাই সুপার কিংস)- আইপিএলে চেন্নাই দলকে মজা করে বুড়োদের দল বলা হয়। দলে একাধিক ক্রিকেটার রয়েছেন, যাঁদের বয়স ৩০-এর অনেকটা বেশি। এমনকি অনেকে জাতীয় দলেও সেভাবে সুযোগ পান না। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের কাঁধে ভর করে অনেক ম্যাচ জিতেছে চেন্নাই। কিন্তু ধোনি, ওয়াটসন, দু’প্লেসি, তাহিরদের মতো এবার ব্রাভোরও শেষ আইপিএল হতে পারে।

প্রসঙ্গত, হরভজন সিং এবারের আইপিএলে চেন্নাই দলে যোগ দিচ্ছেন না। কিন্তু ভারতের এই অভিজ্ঞ স্পিনারেরও এবারই শেষ মরসুম হতে পারে, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

0 Response to "ধোনির কি এবারই শেষ আইপিএল! আর কারা থাকতে পারেন সেই তালিকায়"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads