-->
ধোনি ও রোহিতদের লড়াই যেন আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’

ধোনি ও রোহিতদের লড়াই যেন আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’

 


বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-প্রায় ছয় মাস আগে হওয়ার কথা ছিল আইপিএল। অবশ্যই সেটি যদি আগের পরিস্থিতি থাকত। বিসিসিআই জানিয়েছিল ২৯ মার্চ হবে এই জনপ্রিয় লিগ। কিন্তু করোনা আবহের কারণে সবটাই এখন নিউ নর্মাল। ভারতে দর্শকঠাসা স্টেডিয়ামে আইপিএলের মেজাজ দেখে এসেছে মানুষ। এবার ফাঁকা স্টেডিয়ামে খেলবে দুটি দল।

শনিবার আবুধাবিতে এমন দুটি দল দিয়ে ৫৭ দিনের টু্র্নামেন্টের সূচনা হচ্ছে, সবাই ঝাঁপিয়ে পড়ে খেলা দেখবেই। চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি ও মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার দ্বৈরথ তো বটেই, এই দুটি দলের বহু তারকা রয়েছেন, যাঁদের নিয়ে আগ্রহ থাকা স্বাভাবিক। সেই জন্যই মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছে, এটাই আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’।
আবুধাবির আল জায়েদ স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে নামার আগে পুরোপুরি প্রস্তুত দুই দল। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সকল বিদেশি তারকারাও। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে দুটি দল। মুম্বই অধিনায়ক রোহিত শর্মাও পালটা ট্যুইট করে জানিয়েছেন, এটাই আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’ ম্যাচ।

‘এল ক্লাসিকো’ ম্যাচ মানেই আমাদের মনে চলে আসে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের যুযুধান লড়াই। ওই দুটি স্প্যানিশ দলের মতোই মুম্বই ও চেন্নাইয়ের লড়াই উপভোগ্য হবে, সেটাই রোহিত বোঝাতে চেয়েছেন। এখনও পর্যন্ত ১২ আসরের মধ্যে চারবার ফাইনালে মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে তিনবার জয়ী হয়েছে মুম্বাই। চারবার ধোনির চেন্নাই।

রোহিতের মতোই তাঁর দলের সতীর্থরাও রোমাঞ্চিত এই ম্যাচটি নিয়ে। দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বলেছেন, ‘‘চেন্নাই এবং আমরা- সবসময়ই একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এটি ক্রিকেটের পক্ষে ভাল।’’ তাঁর ভাই ক্রুনাল আবার যোগ করেছেন, ‘‘এই দুই দলের ম্যাচে যে আবহটা তৈরি হয়, একজন খেলোয়াড় হিসেবে আপনি এমন কিছুরই অপেক্ষায় থাকেন।’’

বরাবরের মতো এবারের আইপিএলেও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই নামছে টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। দলের
গড় বয়স ৩১, তাই অনেকে রসিকতা করে ‘ড্যাডিস আর্মি’ বলেও কটাক্ষ করে থাকে। বয়স যে একটা সংখ্যা মাত্র, সেটি বারবার প্রমাণ করেন ধোনিরা। তবু ভারতের নামী প্রাক্তন সঞ্জয় বাঙ্গার বলেছেন, ‘‘এবারের আইপিএলে ব্যাটিং-বোলিংয়ের চেয়ে খেলোয়াড়দের বয়সের বিষয়টা নিয়েই বেশি ভাবতে হবে ধোনিকে। কেননা বেশি বয়সীদের কাছে ফিল্ডিংয়ের চাপ নেওয়াটা কঠিন হয়ে যায়।’’

0 Response to "ধোনি ও রোহিতদের লড়াই যেন আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads