-->
দৈনিক সংক্রমণ লাখ ছুঁতে চলেছে, করোনা অ্যাকটিভ রোগী ১২ লাখ পার হবে বলে শঙ্কা

দৈনিক সংক্রমণ লাখ ছুঁতে চলেছে, করোনা অ্যাকটিভ রোগী ১২ লাখ পার হবে বলে শঙ্কা


বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-দৈনিক সংক্রমণের হার কমার নাম নেই। মাঝে কয়েকটা দিন খানিক স্বস্তি দিলেও ফের চড়চড় করে বেড়েছে সংক্রমণ বৃদ্ধির হার। আশঙ্কা ছিলই দৈনিক সংক্রমণ লাখ ছুঁতে পারে। সেটাই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাস আক্রান্ত হয়েছেন  ৯৭ হাজার ৮৯৪ জন।
দেশে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫০ লাখের গণ্ডি পেরিয়ে গেছে গতকালই। আজ আরও কয়েক ধাপ বেড়ে মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ৫১ লাখে। করোনায় মৃত্যুও বেড়েছে। একদিনে সংক্রমণে মৃতের সংখ্যা হাজারের বেশি। কেন্দ্রের হিসেবে ১১৩২ জন। মনে করা হচ্ছে, করোনায় মৃত্যু লাখ পেরিয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। কেন্দ্রের পরিসংখ্যাণে সেই ইঙ্গিতই মিলছে। কারণ আজকের হিসেবে দেশে মোট সংক্রমণে মৃত রোগীর সংখ্যা ৮৩ হাজার ১৯৮ জন।
চিন্তা বাড়াচ্ছে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা। দেশে এখন কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ১০ লাখ। তবে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে আশঙ্কা করা হচ্ছে আগামী ৮ অক্টোবরের মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যেতে পারে।
আর নম্বর তথা এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর কিছুটা কমেছে দেশে। এই আর নম্বরের উপরেই নির্ভর করে সংক্রমণ কতটা ও কী পরিমাণে ছড়াচ্ছে। চেন্নাইয়ের ইনস্টিটিউট অব ম্যাথেমেটিক্যাল সায়েন্সের অধ্যাপক সীতাভ্র সিনহা বলেছেন, গত সপ্তাহে আর নম্বর ১.০৯ পয়েন্টে ছিল, এখন ১.০৮ এর কাছাকাছি পৌঁছেছে। তিন সপ্তাহ আগেই আর নম্বর ১.০৩ পয়েন্টে নেমে গিয়েছিল। গত ৩ সেপ্টেম্বর ফের বেড়ে ১.০৯ পয়েন্টে পৌঁছে যায়। ছত্তীসগড়ে আর নম্বর সবচেয়ে বেশি প্রায় ১.৩৫। দিল্লিতেও গত সপ্তাহের তুলনায় আর নম্বর বেড়েছে, ১.২২ থেকে পৌঁছেছে ১.২৬ পয়েন্টে।
করোনায় মৃত্যুহার সামান্যই কমেছে। আজকের হিসেবে ১.৬৩ শতাংশ। তবে ভারতে করোনায় মৃত্যুহার অন্যান্য দেশের তুলনায় কম বলেই দাবি।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানাচ্ছে, দেশে করোনা পরীক্ষা বেড়েছে। কনট্যাক্ট ট্রেসিং ও সেরো সার্ভে চলছে কয়েকটি রাজ্যে। করোনা রোগীদের দ্রুত চিহ্নিত করা হচ্ছে তাই চিকিৎসায় তাঁরা সেরেও যাচ্ছেন। করোনা পরীক্ষা বাড়ার কারণেই অনেক বেশি রোগীকে শনাক্ত করা যাচ্ছে, তাই আক্রান্তের সংখ্যাও বেশি দেখাচ্ছে বলে দাবি। আইসিএমআর জানাচ্ছে, দেশে সুস্থতার হার বাড়ছে। কোভিড রিকভারি রেট এখন ৭৮.৬৪%। এ যাবৎ দেশে ৪০ লাখের বেশি করোনা রোগী সেরে উঠেছেন। একদিনে সুস্থ হয়েছেন ৮২ হাজারের বেশি রোগী।
দেশে এখনও অবধি ৬ কোটির বেশি করোনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে আইসিএমআর। তাদের হিসেবে নমুনা পরীক্ষা হয়েছে ৬ কোটি ৫ লাখ ৬৫ হাজার ৭২৮টি। গতকালই স্যাম্পেল টেস্ট হয়েছে ১১ লাখের বেশি।

0 Response to "দৈনিক সংক্রমণ লাখ ছুঁতে চলেছে, করোনা অ্যাকটিভ রোগী ১২ লাখ পার হবে বলে শঙ্কা"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads