গোমাংস বিক্রিতে গণপিটুনি! ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে অসম সরকারকে, নির্দেশ মানবাধিকার কমিশনের
Thursday, September 17, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-গোমাংস বিক্রির অভিযোগে বেধড়ক গণপিটুনির ঘটনায় অসম সরকারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে নির্দেশ দিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। গত মাসে অসমের বিশ্বনাথ জেলার এই ঘটনায় কমিশন এও জানিয়েছে, মুখ্যসচিব এখনও শো-কজ নোটিসের জবাব দেননি। পুলিশের ডিজিও অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে সে নোটিস জমা দেননি।
গত বছর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়, রাস্তার ধারে হাঁটু মুড়ে বসে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য ভিক্ষে চাইছেন ৪৮ বছরের শৌকত আলি। তবে তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ না করে চলছে অকথ্য অত্যাচার। মারধর করা হচ্ছে তাঁকে, রয়েছেন কিছু পুলিশকর্মীও।
তদন্তে জানা যায়, আসল ঘটনাটি ২০১৯ সালের ৭ এপ্রিলের। শৌকত আলি বাজারে গরুর মাংস বিক্রি করছিলেন বলে দাবি করে জনতা। প্রসঙ্গত, অসমে গোমাংস বিক্রি করা এবং খাওয়া আইনত বৈধ। কিন্তু তবু শৌকতের কাছে বিফ বিক্রি করার লাইসেন্স আছে কি না জিজ্ঞেস করে উত্তেজিত জনতা তাঁর কাছে জানতে চায়, “তুমি কি বাংলাদেশি? তোমার নাম কি এনআরসি-তে রয়েছে?”
এখানেই শেষ নয়। এর পরে জনসমক্ষে জোর করে তাঁকে শুয়োরের মাংসও খাওয়ানো হয় বলে অভিযোগ। ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এর পরে গত বছরের সেপ্টেম্বর মাসে বিরোধী নেতা দেবব্রত সইকিয়ার অভিযোগ পেয়ে তদন্তে নামে মানবাধিকার কমিশন। ডিজিপি-র কাছে ঘটনার রিপোর্ট তলব করা হয় চার সপ্তাহে। মুখ্যসচিবকেও শো কজ করা হয়। কোনও উত্তরই আসেনি এখনও।
শৌকত আলির ভাই সাহাবুদ্দিন আলির লিখিত অভিযোগও রয়েছে এ বিষয়ে। তিনি দাবি করেছিলেন, তাঁর দাদা বাজারে একটি ছোট দোকানে রান্না করা গরুর মাংস বিক্রি করেন। এটাই গত তিন দশক ধরে তাঁদের পারিবারিক ব্যবসা। কখনও কোনও সমস্যা হয়নি এতদিন।
শেষমেশ বুধবার মানবাধিকার কমিশন রায় দেয়, যে ঘটনা ঘটেছে তাতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ওই ব্যক্তির। তাঁর জাত, ধর্ম নিয়ে অপমান করা হয়েছে। সরকারের তরফে ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে হবে শৌকত আলিকে। টাকা দেওয়ার প্রমাণ কমিশনের কাছে দাখিল করতে হবে ৬ সপ্তাহের মধ্যে।
0 Response to "গোমাংস বিক্রিতে গণপিটুনি! ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে অসম সরকারকে, নির্দেশ মানবাধিকার কমিশনের"
Post a Comment