জাতীয় শিক্ষানীতির বিরোধিতা, রিপোর্ট বানাতে কমিটি গড়ছে রাজ্য | বঙ্গ প্রতিদিন
Monday, August 3, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-সম্প্রতি নতুন শিক্ষানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই নীতিতে বর্তমান শিক্ষা ব্যবস্থার খোলনোলচে বদলে ফেলার প্রস্তাব কেন্দ্রের। এর বিরোধিতায় ইতিমধ্যেই অনেক রাজ্য তথা বিরোধী দল সরব হলেও তেমন কিছু বলেনি তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকার। এবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, নতুন শিক্ষানীতি নিয়ে রাজ্য সরকার একটি কমিটি তৈরি করছে। সেই কমিটির রিপোর্টের উপরে ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে রাজ্য।
আরও পড়ুন
সুস্থ হয়েছেন প্রায় ১২ লাখ,দেশে ৫৩ হাজার আক্রান্ত একদিনে, মোট সংক্রামিত ১৮ লাখ ছাড়াল | বঙ্গ প্রতিদিন
শিক্ষাবিদ সৌগত রায়, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সব্যসাচী বসু রায় চৌধুরী, অভিক মজুমদার, পবিত্র সরকার এবং সুরঞ্জন দাসকে নিয়ে গঠিত কমিটি আগামী ১৫ অগস্টের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিন বেহালায় রাখিবন্ধন উদযাপন অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “কেন্দ্রের নয়া শিক্ষা নীতি নিয়ে আমাদের আপত্তি রয়েছে। আমরা লিখিত আকারে সেটা কেন্দ্রকে জানিয়েছিলাম। নতুন শিক্ষানীতি চালু করতে গেলে আগে অনেক কিছু করতে হবে। পাঁচ বছরে এই শিক্ষানীতি চালু করা সম্ভব নয়।”
কেন্দ্র এই নীতি গঠনের আগে রাজ্যের সঙ্গে আলোচনা করেনি বলেও অভিযোগ পার্থর। তিনি বলেন, “পড়াশোনার নিয়ম নীতি পরিবর্তন হল কিন্তু তা নিয়ে কোনও আলাপ-আলোচনা হল না। এই ভাবে জাতীয় শিক্ষানীতি চালু করা যায় না।” নয়া নীতি লাগু করতে পরিকাঠামো উন্নয়নের জন্য যে খরচ হবে তা কারা বহন করবে তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন পার্থ চট্টোপাধ্যায়।
নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সিলমোহর দেওয়া নয়া শিক্ষানীতির যে প্রস্তাব কেন্দ্রীয় সরকার এনেছে, তাতে প্রাথমিক থেকে মাধ্যমিক,উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সব স্তরেই আমূল বদল ঘটতে চলেছে। এই বদলের পক্ষে বা বিপক্ষে অনেক রকম বিতর্কও উঠছে।
অনেক বিশেষজ্ঞই মনে করছেন, এই শিক্ষানীতি কার্যকর হলে দেশের পড়ুয়াদের বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে পৌঁছনো সহজ হবে। কারণ, পুরনো শিক্ষাকাঠামোর খোলনলচে বদলে স্নাতক স্তরের আগে চার বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্স পড়ার ফলে বিষয় নির্বাচনের বিকল্প আরও বাড়বে পড়ুয়াদের। স্কুলস্তরের পড়াশোনায় বোর্ডের পরীক্ষা আরও সহজ হবে। সিলেবাসের আয়তন কমিয়ে সুনির্দিষ্ট জরুরি বিষয়ে ধারণা আরও পোক্ত করার দিকে জোর দেওয়া হবে। পরীক্ষামূলক শিক্ষায় ও নানারকম নতুন চিন্তার জায়গা উন্মুক্ত করার দিকে নজর রাখা হবে।
তবে সমর্থনের পাশাপাশি বিরোধিতাও রয়েছে। কেন্দ্রের নতুন শিক্ষানীতিতে কৌশলে অহিন্দিভাষী রাজ্যগুলির উপরে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অনেকের অভিযোগ। এই অভিযোগ তুলেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামী জানিয়েছেন, তিনি কিছুতেই কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি রাজ্যে প্রয়োগ করবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তিনি আবেদন জানিয়েছেন, নতুন শিক্ষানীতি পুনর্বিবেচনা করুন।
এর পরে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সচিব আর সুব্রহ্মণ্যম এই ইস্যুতে বিবৃতি দিয়ে জানিয়েছেন, কোনও ভাষাকেই বাধ্যতামূলক ভাবে চাপিয়ে দেওয়ার ইচ্ছা নেই সরকারের।
0 Response to "জাতীয় শিক্ষানীতির বিরোধিতা, রিপোর্ট বানাতে কমিটি গড়ছে রাজ্য | বঙ্গ প্রতিদিন"
Post a Comment