BREAKING: অবসর নিলেন ধোনি, স্বাধীনতা দিবসেই সিদ্ধান্ত ঘোষণা মাহির | বঙ্গ প্রতিদিন
Saturday, August 15, 2020
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-অবশেষে জল্পনা সত্যি হল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্বাধীনতা দিবসের দিনেই এই ঘোষণা করলেন মাহি।
শনিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন ধোনি। সেখানে দেখা যাচ্ছে তাঁর কেরিয়ারের বিভিন্ন মুহূর্ত। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, ‘ম্যায় পল দো পল কা শায়র হুঁ, পল দো পল মেরি জওয়ানি হ্যায়।’ এই গানেই ধোনি বুঝিয়ে দিলেন কিছুদিনের জন্য ভারতীয় ফ্যানদের মাতাতে এসেছিলেন তিনি। তাঁর কাজ শেষ। তাই ফিরে যাচ্ছেন। ভিডিওর ক্যাপশনে ধোনি লেখেন, “আপনাদের এতদিনের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আজ সাড়ে ৭টা থেকে আমাকে রিটায়ার ধরে নেবেন।”
টেস্ট ক্রিকেট থেকে ২০১৪ সালে অবসর নিয়েছিলেন ধোনি। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেই সরিয়ে নিলেন নিজেকে। ধোনির অবসরে ভারতীয় ক্রিকেটে একটা যুগের সমাপ্তি হল। তিনিই একমাত্র অধিনায়ক যাঁর ক্যাবিনেটে টি ২০ বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে।
৩৫০ একদিনের ম্যাচে ১০,৭৭৩ রান রয়েছে ধোনির। গড় ৫০.৫৭। ১০ টি সেঞ্চুরি ও ৭৩ টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। ৯৮ টি ২০ ম্যাচে ১৬১৭ রান আছে তাঁর। গত বছরই পঞ্চম ভারতীয় ও সব মিলিয়ে দ্বাদশ ক্রিকেটের হিসেবে একদিনের ক্রিকেট ১০ হাজার রানের মাইলফলক টপকেছেন তিনি। তাঁর আগে শচীন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি রয়েছেন। কুমার সঙ্গকারার পরে তিনিই দ্বিতীয় উইকেট কিপার যাঁর একদিনের ক্রিকেটে ১০ হাজার রান আছে।
গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকে আর ২২ গজে দেখা যায়নি ধোনিকে। তিনি আদৌ মাঠে নামবেন কিনা তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। মাঝেমধ্যেই তাঁর অবসরের খবর শোনা যাচ্ছিল। কিন্তু ধোনির স্ত্রী সাক্ষী সেইসব খবরকে গুজব বলেই উড়িয়ে দেন। ধোনির তরফে অবশ্য কোনও জবাব দেওয়া হয়নি।
মাঝে শোনা গিয়েছিলেন টি ২০ বিশ্বকাপ খেলে অবসর নেবেন তিনি। কিন্তু করোনা আবহে বিশ্বকাপ পিছিয়ে যায়। এই মুহূর্তে চেন্নাইয়ে আইপিএলের প্রস্তুতি সারছেন ধোনি। তারমধ্যেই নিজের অবসরের কথা জানালেন তিনি।
ধোনির পরেই অবসর ঘোষণা করেছেন ভারতীয় দলের আর এক ক্রিকেটার সুরেশ রায়না। ঘটনাচক্রে তিনিও এখন চেন্নাইয়ে আইপিএলের ক্যাম্পে ধোনির সঙ্গেই রয়েছেন।