কোভিড, সীমান্তে আগ্রাসন, জোড়া চ্যালেঞ্জের মুখে ভারত, বললেন চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত | বঙ্গ প্রতিদিন
Saturday, August 15, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-২০২০ সাল খুব ব্যতিক্রমী একটি বছর। এবছর ভারতকে দু’টি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। সেগুলি হল কোভিড ১৯ অতিমহামারী ও সীমান্তে আগ্রাসন। শনিবার ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে এমনই বললেন চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি। বেজিং-এর বাসিন্দা ভারতীয়দের সমাবেশে তিনি এই বক্তব্য পেশ করেন। চিনে যে ভারতীয়রা থাকেন, তাঁদের সমস্যা নিয়েও এদিন মন্তব্য করেন মিশ্রি।
এদিন স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পর তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জাতির উদ্দেশে ভাষণ পাঠ করে শোনান। এরপরে সীমান্তে আগ্রাসনের কথা উল্লেখ করেন মিশ্রি। পরোক্ষে তিনি লাদাখে চিনের আগ্রাসনের প্রসঙ্গ তোলেন।
তাঁর কথায়, “আপনারা এখনই শুনলেন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কী বলেছেন। ভারত ও চিনের পক্ষে ২০২০ সাল একটি ব্যতিক্রমী বছর। ভারতে আমরা জোড়া চ্যালেঞ্জের মোকাবিলা করছি। প্রথমটি হল করোনা অতিমহামারী। দ্বিতীয়টি হল সীমান্তে আগ্রাসন।”
পরে তিনি বলেন, “আমি মনে করি, এখন আমরা যে পরিস্থিতি মধ্যে রয়েছি, স্বাধীনতার সময়েও তেমনই ছিল। সুতরাং স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের দেশের মানুষ যেমন লড়াই করেছিলেন, এখনও তাই করতে হবে। আমাদের একইরকম আত্মোৎসর্গ করতে হবে। ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।”
তাঁর কথায়, “অতিমহামারীর সঙ্গে লড়াইয়ের সময় আমাদের সরকার সংস্কার কর্মসূচি থেকে সরে আসেনি। গত সাত মাসে শিক্ষা, কর, শ্রম, কৃষি ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
বিক্রম মিশ্রি বলেন, আমাদের সরকার চিনের বাসিন্দা ভারতীয়দের সাহায্য করতে সবসময় তৈরি। তাঁর কথায়, “চিনে আমরা দেখছি, সবকিছু আমূল বদলে গেল। কেউ ভাবতেই পারেনি এভাবে বদলাবে। আমি নিশ্চিত, আপনাদের জীবনেও এই পরিবর্তনের প্রভাব পড়েছে। চিনে ভারতের দূতাবাস এবং কনসুলেটগুলি সবসময় ভারতীয়দের সাহায্য করতে তৈরি।”
চিনের সরকারের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে তারা কয়েকটি নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের তার সঙ্গে মানিয়ে নিতে হবে। তাঁর কথায়, “গত কয়েক মাসে চিনের বাসিন্দা ভারতীয়দের অনেকের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে আপনাদের আমরা বলতে চাই, নিরাপদে থাকুন, সুস্থসবল থাকুন। আমরা সবসময় আপনাদের সাহায্য করতে তৈরি।”
0 Response to "কোভিড, সীমান্তে আগ্রাসন, জোড়া চ্যালেঞ্জের মুখে ভারত, বললেন চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত | বঙ্গ প্রতিদিন"
Post a Comment