-->
দেশে সুস্থও হয়েছেন ৫৭ হাজার,আরও ৬৫ হাজার আক্রান্ত ভারতে, মৃত ৯৯৬ | বঙ্গ প্রতিদিন

দেশে সুস্থও হয়েছেন ৫৭ হাজার,আরও ৬৫ হাজার আক্রান্ত ভারতে, মৃত ৯৯৬ | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-একরাতে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৫ হাজার। সংক্রমণে মৃত্যু হয়েছে প্রায় এক হাজার জনের। সুস্থও হয়েছেন ৫৭ হাজারের বেশি মানুষ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, ১৫ অগস্ট শনিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৫,২৬,১৯২। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৯,০৩৬ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৮,০৮,৯৩৬ জন। ভারতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৬,৬৮,২২০।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫,০০২ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৯৬ জনের। সুস্থ হয়েছেন ৫৭,৩৮১ জন। ভারতে এখন সুস্থতার হার ৭১.৬১ শতাংশ। আর মৃত্যুহার ১.৯৪ শতাংশ।
ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই মহারাষ্ট্রে করোনা আক্রান্ত এবং সংক্রমণে মৃতের সংখ্যা সর্বাধিক। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে মহারাষ্ট্রে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৫,৬০,১২৬। মৃত্যু হয়েছে ১০,০৬৩ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৩,৯০,৯৫৮ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেস ১,৫০,১০৫।
দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩,২০,৩৫৫। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৩৯৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২,৬১,৪৫৯ জন। তামিলনাড়ুতে অ্যাকটিভ কেস ৫৩,৪৯৯।
তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ২,৬৪,১৪২। সংক্রমণে মৃত্যু হয়েছে ২৩৭৮ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৭০,৯৮৪ জন। অন্ধ্রপ্রদেশে অ্যাকটিভ কেস ৯০,৭৮০।
চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২,০৩,২০০ জন। মৃত্যু হয়েছে ৩৬১৩ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১,২১,২৪২ জন। কর্নাটকে অ্যাকটিভ কেস ৭৮,৩৪৫।
ভারতের কোভিড পরিসংখ্যানে পঞ্চম স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৯,৪৬০। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৪১৬৭ জনের। সুস্থ হয়েছেন ১,৩৪,৩১৮ জন। দিল্লিতে অ্যাকটিভ কেস ১০,৯৭৫।

0 Response to "দেশে সুস্থও হয়েছেন ৫৭ হাজার,আরও ৬৫ হাজার আক্রান্ত ভারতে, মৃত ৯৯৬ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads