-->
কোথায় রয়েছেন রিয়া, খোঁজ পায়নি পুলিশ, বললেন বিহারের ডিজিপি | বঙ্গ প্রতিদিন

কোথায় রয়েছেন রিয়া, খোঁজ পায়নি পুলিশ, বললেন বিহারের ডিজিপি | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-গত কয়েকদিন ধরে মডেল-অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে সমালোচনার ঝড় বইছে টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্র। একাধিক অভিযোগ উঠেছে রিয়ার বিরুদ্ধে। গতকাল পাল্টা জবাব দিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। কিন্তু তিনি কোথায় রয়েছেন তা এখনও জানতে পারেনি বিহার পুলিশ। সুশান্তের জন্মভূমি বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে এমনটাই জানিয়েছেন শনিবার। তাঁর কথায়, বিহার পুলিশের যে চারজনের টিম তদন্তের স্বার্থে মুম্বই এসেছে তারা এখনও জানতে পারেনি যে রিয়া কোথায় রয়েছেন।
বিহারের ডিজিপি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত তদন্ত যতদূর এগিয়েছে তাতে বেশ সাফল্যের সঙ্গেই কাজ করেছে ওই চার সদস্যের টিম। আগামী দিনে তদন্তের স্বার্থে প্রয়োজন হলে উচ্চ আধিকারিকদের মুম্বই পাঠানো হবে। তিনি আরও বলেছেন, “সুশান্ত শুধু বিহারের নয় সারা দেশের ছেলে। বিহার পুলিশ অভিনেতার পরিবারকে ন্যায়বিচার দেওয়ার ক্ষমতা রাখে। তবে যদি সুশান্তের বাবা সিবিআই তদন্ত করাতে চান তাহলে তিনি সেই আবেদন জানাতে পারেন।” একই কথা বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। এ ছাড়াও ডিজিপি গুপ্তেশ্ব পাণ্ডে জানিয়েছেন, বিহার পুলিশের চার সদস্যের টিম এর মধ্যেই সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে, অভিনেতার পরিবারের সদস্য, বন্ধুবন্ধব, অফিসের কর্মী, সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের রান্নার লোকের সঙ্গে কথা বলেছে।
পাটনার রাজেন্দ্র নগর থানা রিয়া, তাঁর ভাই শৌভিক-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। তাঁর অভিযোগ সুশান্তের সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন রিয়া। তাঁকে পরিবারের থেকে দূরে সরিয়ে দিয়েছেন। অভিনেতার বাবার বিস্ফোরক অভিযোগ যে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়াই। ৬ পাতার ওই এফআইআর-এ রিয়ার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এনেছেন কে কে সিং।
এইসবের পাশাপাশি সুশান্তের বাবা এফআইআর-এ জানিয়েছেন যে অভিনেতার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা পাঠানো হয়েছে আর একটি অ্যাকাউন্টে। তবে যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেটি সুশান্তের নয় বলেই দাবি করেছেন তাঁর বাবা। এই প্রসঙ্গে প্রথমে তদন্তে নামে ইডি। সুশান্তের বাবার করা এফআইআর-এর প্রতিলিপি খতিয়ে দেখে আর্থিক তছরুপের একটি মামলা দায়ের করেছে তারা। অন্যদিকে ব্যাঙ্কে গিয়ে সুশান্তের অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনের সমস্ত বিষয় খতিয়ে দেখেছে বিহার পুলিশও।
বিহার পুলিশের হাত থেকে তদন্তভার যাতে মুম্বইতে স্থানান্তর করা হয় সে ব্যাপারে সুপ্রিম কোর্টে আগেই আপিল করেছিলেন রিয়াম এই বিষয়ে আগামী ৫ অগস্ট রিয়ার কথা শুনবে দেশের শীর্ষ আদালত। অন্যদিকে মামলা মুম্বইতে সরানোর আগে যাতে সুশান্তের পরিবারকে জানানো হয় এবং তাদের কথাও শোনা হয় সেই ব্যাপারে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছেন অভিনেতার বাবা।

0 Response to "কোথায় রয়েছেন রিয়া, খোঁজ পায়নি পুলিশ, বললেন বিহারের ডিজিপি | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads