-->
ফের রেকর্ড ভাঙল রাজ্যে, ২৫৮৯ জন করোনা আক্রান্ত একদিনে, ২৪ ঘণ্টায় মৃত ৪৮ | বঙ্গ প্রতিদিন

ফের রেকর্ড ভাঙল রাজ্যে, ২৫৮৯ জন করোনা আক্রান্ত একদিনে, ২৪ ঘণ্টায় মৃত ৪৮ | বঙ্গ প্রতিদিন





বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-আবারও রেকর্ড ভাঙল রাজ্যে। একদিনে ভাইরাসের সংক্রমণ নিয়ে মৃত্যু হল ৪৮ জন রোগীর। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণও সর্বাধিক। স্বাস্থ্যভবনের বুলেটিন অনুসারে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮৯ জন। সেই সঙ্গেই বাংলায় কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে।
গতকাল, শুক্রবার রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭০,১৮৮ জন। একদিনে আড়াই হাজারের বেশি সংক্রমণ ধরা পড়ায় রাজ্যে এখন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা পৌঁছেছে ৭২ হাজার ৭৭৭ জনে। সংক্রমণ নিয়ে এখনও অবধি রাজ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৬২৯ জনের।
করোনার জীবাণু সক্রিয় অন্তত ২০ হাজার জনের শরীরে। এ পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়েছেন মোট ৫০ হাজার ৫১৭ জন। একদিনে সংক্রমণ সারিয়েছেন ২১৪৩ জন। রাজ্যে ডিজচার্জ রেট বেড়ে দাঁড়িয়েছে ৬৯.৪১ শতাংশে।
করোনা সংক্রমণের নিরিখে এখনও শীর্ষেই রয়েছে কলকাতা। একদিনে শহরে নতুন সংক্রমণ ধরা পড়েছে ৭১৪ জনের শরীরে। শহরে এখন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ২২ হাজার ৩৫৩ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। তবে সংক্রমণ সারিয়ে সুস্থও হয়েছেন ১৫ হাজারের বেশি। করোনা আক্রান্তের সংখ্যায় কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত রোগীর সংখ্যা ১৫,৭৩৯ জন।
হাওড়ায় নতুন আক্রান্ত ২৬২ জন। করোনা পজিটিভ রোগীর সংখ্যাও বেড়েছে ৮,০১২ জন। দক্ষিণ ২৪ পরগনায় এ যাবৎ ভাইরাস সংক্রামিত ৫ হাজার ৩৩৮ জন। হুগলিতেও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিন হাজার জনে।
ইতিবাচক দিক হল রাজ্যের চার জেলায় কোভিড সংক্রমণে কোনও মৃত্যু হয়নি। তার মধ্যে রয়েছে কোচবিহার, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিঙে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ২,২৩৫ জন, সবচেয়ে কম কালিম্পঙে ৯৩ জন।
রাজ্যে এখনও অবধি প্রায় ৯ লাখ করোনা পরীক্ষা করা হয়েছে। আজকের হিসেবেই নমুনা পরীক্ষা হয়েছে ২০,০৬৫টি। রাজ্যের ৮৩টি কোভিড হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে, তার মধ্যে সরকারি হাসপাতাল ২৮টি ও বেসরকারি হাসপাতাল ৫৫টি।

0 Response to "ফের রেকর্ড ভাঙল রাজ্যে, ২৫৮৯ জন করোনা আক্রান্ত একদিনে, ২৪ ঘণ্টায় মৃত ৪৮ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads