-->
নির্ভুল টেস্ট হবে মাত্র ৪০০ টাকায়,করোনা পরীক্ষার নতুন মেশিন বানাল খড়্গপুর আইআইটি | বঙ্গ প্রতিদিন

নির্ভুল টেস্ট হবে মাত্র ৪০০ টাকায়,করোনা পরীক্ষার নতুন মেশিন বানাল খড়্গপুর আইআইটি | বঙ্গ প্রতিদিন


                                                        অধ্যাপক সুমন চক্রবর্তী ও গবেষক ডক্টর অরিন্দম মণ্ডল

বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-  রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্টের থেকেও দ্রুত কোভিড টেস্ট করা যাবে। খরচও পড়বে কম। নির্ভুল রেজাল্ট মিলবে এক ঘণ্টার মধ্যেই। করোনা পরীক্ষার আধুনিক ও উন্নত পদ্ধতি নিয়ে এল খড়্গপুর আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি)।
আরটি-পিসিআর টেস্ট হোক বা ট্রুন্যাট পদ্ধতি অথবা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা এলাইজা অ্যান্টিবডি টেস্ট—করোনা পরীক্ষার নানা পদ্ধতি চালু রয়েছ দেশে। তবে খড়্গপুর আইআইটির কোভিড টেস্ট পদ্ধতির নতুনত্ব হল, একটাই মেশিনে একসঙ্গে অনেকগুলো নমুনা পরীক্ষা করা যাবে এবং একবারেই সঠিক রেজাল্ট পাওয়া যাবে। নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয়বার আরটি-পিসিআর টেস্ট করার প্রয়োজন হবে না।
আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুমন চক্রবর্তী ও আইআইটির স্কুল অব বায়োসায়েন্সের গবেষক ডক্টর অরিন্দম মণ্ডলের তত্ত্বাবধানে কোভিড টেস্টের এই আধুনিক মেশিন তৈরি হয়েছে। গবেষকরা বলেছেন, সাধারণ উপকরণেই তৈরি হয়েছে এই মেশিন। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য রয়েছে কন্ট্রোল ইউনিট যা আগে থেকেই প্রোগ্রাম করে রাখা যায়। আরটি-পিসিআর টেস্টে যেমন অনেকগুলো থার্মাল সাইকেল চলে, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় ভাইরাল স্ট্রেন চিহ্নিত করা হয়, এই মেশিনে অত জটিল পদ্ধতির প্রয়োগ হবে না। মাইক্রোফ্লুইডিক পেপারে রঙে তারতম্য দেখেই সংক্রমণ ধরা যাবে। তাই এই টেস্টের খরচও কম। প্রতিটি টেস্ট করতে খরচ পড়বে ৪০০ টাকা।

কীভাবে কাজ করবে এই মেশিন?

অধ্যাপক চক্রবর্তী জানিয়েছেন, এই মেশিনে র‍্যাপিড ডিটেকশন টেস্ট হবে। একসঙ্গে পাঁচ থেকে দশ জনের নমুনা পরীক্ষা করা যাবে। মেশিনে রয়েছে প্রি-প্রোগ্রামেবল টেম্পারেচার কন্ট্রোল ইউনিট যেখানে ভাইরাসের জিনোম বিশ্লেষণ করা যাবে। সংক্রমণ ধরার জন্য থাকবে মাইক্রোফ্লুইডিক পেপার স্ট্রিপ। যেখানে রঙের বদল দেখে ধরা যাবে নমুনা কোভিড পজিটিভ না নেগেটিভ। টেস্টের রেজাল্ট দেখার জন্য মোবাইল অ্যাপও বানিয়েছেন গবেষকরা। টেস্ট ইউনিটের সঙ্গে যোগাযোগ থাকবে মোবাইল অ্যাপ্লিকেশনের। যেখানে টেস্টের রেজাল্ট দেখা যাবে।

গবেষকরা বলছেন, এই মেশিনে যে পেপার-স্ট্রিপ ব্যবহার করা হয়েছে তা ডিজপোজেবল। প্রতিবার টেস্টের পরে মেশিন নিজেই ব্যবহার করা স্ট্রিপ ফেলে দেবে। এই স্ট্রিপে এমন রাসায়নিক রয়েছে যা ভাইরাল স্ট্রেনের সংস্পর্শে এলেই সঙ্কেত দেবে। পেপার-স্ট্রিপে রঙের বদল হবে। যা দেখেই সংক্রমণ ধরা যাবে। এই মেশিনের ডিজাইন, প্রোটোকল বানিয়েছেন পিএইচডির ছাত্রছাত্রীরা সুজয় কুমার বিশ্বাস, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, নন্দিতা কেদিয়া। মেশিনের থার্মাল ইউনিট ডিজাইন করেছেন ডক্টর আদিত্য বন্দ্যোপাধ্যায়।
খড়্গপুর আইআইটির ডিরেক্টর বীরেন্দ্র কুমার তিওয়াড়ি জানিয়েছেন, ল্যাবরেটরিতে পাঁচশোর বেশি স্যাম্পেল পরীক্ষা করে দেখা হয়েছে। ভাইরাল প্রোটিনের মতোই ল্যাবে সিন্থেটিক আরএনএ তৈরি করে সেফটি ট্রায়াল করা হয়েছে। দেখা গেছে এই মেশিনে এক ঘণ্টার মধ্যে নির্ভুল রেজাল্ট পাওয়া যায়। করোনা পরীক্ষায় এই মেশিন ব্যবহার করার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের অনুমোদন চাওয়া হয়েছে। অনুমতি মিললেই এই মেশিনে করোনা পরীক্ষা শুরু করে দেওয়া যাবে বলে জানিয়েছেন ডিরেক্টর তিওয়াড়ি। তাঁর কথায়, মেশিন পুরোপুরি তৈরি আছে। প্রত্যন্ত এলাকাগুলিতেও এই মেশিন ব্যবহারের সুবিধা মিলবে।

0 Response to "নির্ভুল টেস্ট হবে মাত্র ৪০০ টাকায়,করোনা পরীক্ষার নতুন মেশিন বানাল খড়্গপুর আইআইটি | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads