আনলক ৩-এ খুলবে সিনেমা হল, জিম! নিয়মে আসতে পারে একাধিক বদল | বঙ্গ প্রতিদিন
Monday, July 27, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-৩১ জুলাই শেষ হচ্ছে আনলক ২। অর্থাৎ ইতিমধ্যেই আনলক ৩-এ কী কী পরিষেবার উপর ছাড় দেওয়া হতে পারে তা নিয়ে অনেক আলোচনা চলছে। কেন্দ্রের তরফে রাজ্যগুলির সঙ্গেও এ ব্যাপারে বিস্তর আলোচনা চলছে। যা খবর, তাতে আনলক ৩-এ সিনেমা হল ও জিম খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। খোলা হতে পারে এই দুই পরিষেবা। তবে তা খোলা হলেও মানতে হবে একাধিক নিয়ম।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই সিনেমা হল খোলার বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। এবার বল স্বরাষ্ট্রমন্ত্রকের কোর্টে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রস্তাব ২৫ শতাংশ দর্শক নিয়ে খোলা হোক সিনেমা হল। তাতে অবশ্য আপত্তি রয়েছে হল মালিকদের। তাদের বক্তব্য, ২৫ শতাংশ দর্শক নিয়ে হল খুললে তাদের সবটাই লোকসান হবে। এমনকি ৫০ শতাংশ দর্শক নিয়ে খুললেও তাদের লোকসান হবে। তবে সেক্ষেত্রে অন্তত পরিষেবা শুরু তো হবে।
হল মালিকদের দাবি, অন্যভাবে দর্শকদের জন্য সিনেমা দেখা নিরাপদ করা যেতে পারে। সেটা হল দুটি শোয়ের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানো, দুটি আসনের মধ্যে দূরত্ব বাড়ানো ও টিকিট কাউন্টার থেকে শুরু করে হলের মধ্যে খাবারের অর্ডার সবই অনলাইনে করা। সেক্ষেত্রে জমায়েত করার সুযোগ নেই। প্রতিটি শোয়ের মাঝে পুরো হল স্যানিটাইজ করারও প্রস্তাব দেওয়া হয়েছে।
এই যুক্তি মেনে নিলেও কেন্দ্রের তরফে বলা হয়েছে, হলের মধ্যে যে এসি চলে সেটা সমস্যার। কারণ, এসির ফলে হলের ভিতরে কোনও করোনা আক্রান্ত থাকলে তাঁর থেকে ভাইরাস গোটা হলে ছড়িয়ে পড়তে পারে।
জিমের ক্ষেত্রেও এই একই সমস্যা রয়েছে। তবে আনলকের তৃতীয় পর্যায়ে জিম খোলা হতে পারে। যদিও সেক্ষেত্রেও একাধিক নিয়ম মানতে হবে মালিকদের। ব্যাচ ভাগ করে দিতে হবে জিম করতে আসা ছেলে-মেয়েদের ক্ষেত্রে। দুটি ব্যাচের মধ্যে ব্যবধান বাড়াতে হবে। সেই সময় স্যানিটাইজ করতে হবে। জিমে ব্যবহার করা যন্ত্র ঠিকমতো স্যানিটাইজ করতে হবে। এবং সবথেকে বড় বিষয় হল একসঙ্গে জিমে যাতে বেশি লোক না থাকে সেটা দেখতে হবে। কারণ, জিমের সময় মাস্ক পরা শরীরের পক্ষে খারাপ। তাই এতটা চিন্তা কেন্দ্রের।
সূত্রের খবর, জিম ও সিনেমা হল নিয়ে রাজ্যগুলিও আলাদা করে সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রের তরফে অনুমতি দেওয়া হলেও সংশ্লিষ্ট রাজ্য ঠিক করবে এই পরিস্থিতিতে সেখানে এইসব পরিষেবা চালু করা যাবে? না যাবে না? অর্থাৎ সেই রাজ্যের হাতেই ক্ষমতা দিতে চাইছে কেন্দ্র। যেভাবে আনলকের প্রথম পর্যায় থেকে রাজ্য আলাদা ভাবে কড়াকড়ি করছে, সেভাবেই তৃতীয় পর্যায়েও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে রাজ্যগুলিকে।
0 Response to "আনলক ৩-এ খুলবে সিনেমা হল, জিম! নিয়মে আসতে পারে একাধিক বদল | বঙ্গ প্রতিদিন"
Post a Comment