ভারতে অন্য দেশের মতো খারাপ পরিস্থিতি হবে না,তবু তৈরি কেন্দ্র, জানালেন স্বাস্থ্যমন্ত্রী | বঙ্গ প্রতিদিন
Saturday, May 9, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:করোনাভাইরাসে প্রকোপে পৃথিবীর অনেক দেশের অবস্থাই সঙ্কটজনক। শহরের পর শহর হয়ে উঠেছে মৃত্যুপুরী। এমন পরিস্থিতি ভারতে হয়নি। কেন্দ্রের আশা তেমনটা হবেও না। তবু সরকার সবচেয়ে খারাপ যা হতে পারে তার জন্যও তৈরি রয়েছে। এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি জানিয়েছেন, মহামারী চরম আকার নিলেও তা মোকাবিলার প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার।
We do not anticipate a very worst type of situation in our country like many other developed countries but still we have prepared the whole country for the worst situation: Dr Harsh Vardhan, Union Health Minister #COVID19
185 people are talking about this
শনিবার সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অনেক উন্নত দেশে যে পরিস্থিতি হয়েছে তেমনটা আমাদের দেশে হবে না জানা সত্বেও সবরকমের খারাপ অবস্থা মোকাবিলার জন্য আমরা তৈরি আছি।” একই সঙ্গে তিনি বলেন, দেশে এখন কোভিড-১৯ আক্রান্তদের মৃত্যুর হার ৩.৩ শতাংশের আশপাশে। একই সঙ্গে সুস্থতার হারও বেড়ে ২৯.৯ শতাংশ হয়েছে। মন্ত্রীর কথায়, “এটা খুব ভাল লক্ষণ। গত তিন দিনে ডাবলিং রেট হয়েছে ১১ দিন আর গত সাত দিনের হিসেব ধরলে সেটা ৯.৯ দিন।”
আরও পড়ুন
যেন ঝলসে যাচ্ছিল চামড়া,জ্বালাপোড়া করছিল শরীর,দমবন্ধ হয়ে আসছিল’, বললেন বিশাখাপত্তনমের বাসিন্দারা | বঙ্গ প্রতিদিন
শনিবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে ৯ মে সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯,৬৬২। কোভিড সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১৯৮১ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭,৮৪৭ জন। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ৮ মে সকাল ৮টা থেকে ৯ মে সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩২০ জন। মৃত্যু হয়েছে ৯৫ জনের। তবে এইসবের মধ্যে সুস্থও হয়েছেন ১৩০৭ জন।
0 Response to "ভারতে অন্য দেশের মতো খারাপ পরিস্থিতি হবে না,তবু তৈরি কেন্দ্র, জানালেন স্বাস্থ্যমন্ত্রী | বঙ্গ প্রতিদিন"
Post a Comment