ভারতে করোনা আক্রান্ত প্রায় ৬০ হাজার, সুস্থও হয়ে উঠেছেন প্রায় ১৮ হাজার | বঙ্গ প্রতিদিন
Saturday, May 9, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে ৯ মে সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯,৬৬২। কোভিড সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১৯৮১ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭,৮৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ৮ মে সকাল ৮টা থেকে ৯ মে সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩২০ জন। মৃত্যু হয়েছে ৯৫ জনের। তবে এইসবের মধ্যে সুস্থও হয়েছেন ১৩০৭ জন। অর্থাৎ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে এখন ভারতে সুস্থতার হার প্রায় ৩০ শতাংশ।
আরও পড়ুন- মহারাষ্ট্রেই ১৬ হাজার,দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল | বঙ্গ প্রতিদিন
প্রসঙ্গত, ৭ মে সকাল ৮টা থেকে ৮ মে সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছিল ১০৩ জনের। ওই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছিলেন ৩৩৯০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ১২৭২ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় (৮ মে সকাল ৮টা থেকে ৯ মে সকাল ৮টা) দেশে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমেছে। আর সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিসংখ্যান
রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৩৩ | ০ | ৩৩ |
অন্ধ্রপ্রদেশ | ১৮৮৭ | ৪১ | ৮৪২ |
অরুণাচল প্রদেশ | ১ | ০ | ১ |
অসম | ৫৯ | ১ | ৩৪ |
বিহার | ৫৭১ | ৫ | ২৯৭ |
চণ্ডীগড় | ১৫০ | ১ | ২১ |
ছত্তীসগড় | ৫৯ | ০ | ৩৮ |
দাদরা ও নগর হাভেলি | ১ | ০ | ০ |
দিল্লি | ৬৩১৮ | ৬৮ | ২০২০ |
গোয়া | ৭ | ০ | ৭ |
গুজরাত | ৭৪০২ | ৪৪৯ | ১৮৭২ |
হরিয়ানা | ৬৪৭ | ৮ | ২৭৯ |
হিমাচল প্রদেশ | ৫০ | ২ | ৩৮ |
জম্মু ও কাশ্মীর | ৮২৩ | ৯ | ৩৬৪ |
ঝাড়খণ্ড | ১৩২ | ৩ | ৫২ |
কর্নাটক | ৭৫৩ | ৩০ | ৩৭৬ |
কেরল | ৫০৩ | ৪ | ৪৮৪ |
লাদাখ | ৪২ | ০ | ১৭ |
মধ্য প্রদেশ | ৩৩৪১ | ২০০ | ১৩৪৯ |
মহারাষ্ট্র | ১৯০৬৩ | ৭৩১ | ৩৪৭০ |
মণিপুর | ২ | ০ | ২ |
মেঘালয় | ১২ | ১ | ১০ |
মিজোরাম | ১ | ০ | ০ |
ওড়িশা | ২৭১ | ২ | ৬৩ |
পুদুচেরি | ৯ | ০ | ৬ |
পঞ্জাব | ১৭৩১ | ২৯ | ১৫২ |
রাজস্থান | ৩৫৭৯ | ১০১ | ১৯১৬ |
তামিলনাড়ু | ৬০০৯ | ৪০ | ১৬০৫ |
তেলেঙ্গানা | ১১৩৩ | ২৯ | ৭০০ |
ত্রিপুরা | ১১৮ | ০ | ২ |
উত্তরাখণ্ড | ৬৩ | ১ | ৪৬ |
উত্তর প্রদেশ | ৩২১৪ | ৬৬ | ১৩৮৭ |
পশ্চিমবঙ্গ | ১৬৭৮ | ১৬০ | ৩৬৪ |
0 Response to "ভারতে করোনা আক্রান্ত প্রায় ৬০ হাজার, সুস্থও হয়ে উঠেছেন প্রায় ১৮ হাজার | বঙ্গ প্রতিদিন"
Post a Comment