২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত আরও ১০৮, মোট মৃত্যু ৯৯ জনের: স্বরাষ্ট্রসচিব | বঙ্গ প্রতিদিন
Saturday, May 9, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল :-রীতিমতো লাফে লাফে বাড়ছে এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ তিন-চার দিনের অঙ্ক বলছে, রোজ গড়ে ১০০ জন করে আক্রান্ত হচ্ছেন রাজ্যে। আজ, শনিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শেষ ২৪ ঘণ্টায় মোট ১০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। ফলে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১৭৮৬।
স্বরাষ্ট্রসচিব জানান, শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ জন। ফলে রাজ্যে মোট কোভিডে মৃত্যু দাঁড়াল ৯৯। আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৭১ জনের।
আরও পড়ুন: ভারতে করোনা আক্রান্ত প্রায় ৬০ হাজার, সুস্থও হয়ে উঠেছেন প্রায় ১৮ হাজার | বঙ্গ প্রতিদিন
গত কাল অর্থাৎ শুক্রবার সন্ধেয় রাজ্যের স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে জানা গেছিল, ১৩০ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছিল ১৬৭৮। আজ সেটা বেড়ে হল ১৭৮৬। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনার জীবাণু সক্রিয় রয়েছে ১২৩৪ জনের।
স্বরাষ্ট্র সচিব আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন। গতকালের বুলেটিন বলেছিল, সুস্থ হয়েছেন ৩২৩ জন। ফলে এ পর্যন্ত এ রাজ্যে করোনা সেরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ৩৭২ জন।
0 Response to "২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত আরও ১০৮, মোট মৃত্যু ৯৯ জনের: স্বরাষ্ট্রসচিব | বঙ্গ প্রতিদিন"
Post a Comment