-->
গ্যাস সিলিন্ডার থেকে আগুন, বাঁকুড়ার বিষ্ণুপুরে গুরুতর আহত ২ |  বঙ্গ প্রতিদিন

গ্যাস সিলিন্ডার থেকে আগুন, বাঁকুড়ার বিষ্ণুপুরে গুরুতর আহত ২ | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:বিষ্ণুপুরের গোপালগঞ্জ কুড়চিপাড়ায় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে তিন জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় দু’জনকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার কুড়চিপাড়ার বিষ্ণুপদ মুখোপাধ্যায়ের বাড়িতে গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। তখন বাড়িতে ছিলেন বিষ্ণুপদ, তাঁর স্ত্রী প্রণতি ও ছেলে সুমন্ত। তিন জনেই আগুনে আহত হন। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন প্রতিবেশীরা। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে আহতদের বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠান।
স্থানীয়রা বেশ কিছুক্ষণ চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। তখন তাঁরা দমকলে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক চিকিৎসার পরে বিষ্ণুপদ মুখোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁর স্ত্রী প্রণতি মুখোপাধ্যায় ও ছেলে সুমন্ত মুখোপাধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষ্ণুপদ জানান গ্যাসের পাইপ লাগানোর সময় এই দুর্ঘটনা ঘটে। তিনি ও তাঁর ছেলে সুমন্ত সেই সময় রান্নাঘরে ছিলেন। তবে ঘটনার মুহূর্তে তাঁর স্ত্রীও সেখানে চলে আসেন। সেই জন্য তিন জনেই আহত হন।
প্রতিবেশী মিনতি বর্মন বলেন, “প্রচণ্ড জোরে আওয়াজ শুনে দেখি ওঁদের বাড়িতে আগুন জ্বলছে। পাড়ার সবাই বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন নেভানো যায়নি। তখন দমকলে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।” ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ান নথিভুক্ত করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছে।

0 Response to "গ্যাস সিলিন্ডার থেকে আগুন, বাঁকুড়ার বিষ্ণুপুরে গুরুতর আহত ২ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads