স্বরাষ্ট্র সচিব: রাজ্যে আরও ১১২ জন করোনায় আক্রান্ত গত ২৪ ঘণ্টায়, মৃত ৪ জন, সেরে উঠেছেন ১ জন | বঙ্গ প্রতিদিন
Wednesday, May 6, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন আক্রান্ত হয়েছেন ১১২ জন। ১৩৪৪ জন আক্রান্ত ছিলেন গতকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত। ফলে আজ মোট করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে বেড়ে দাঁড়াল ১৪৫৬। করোনার কারণে গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গেছেন আরও ৪ জন। কাল পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৬৮। ফলে এই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৭২। আরও ৭২ জনের মৃত্যুর কারণ করোনার সঙ্গে অন্য কো-মর্বিডিটি, এমনই জানিয়েছে অডিট কমিটি। ফলে এ কথা বলা যায়, যে এখনও পর্যন্ত মোট ১৪৪ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে রাজ্যে, যাঁদের মধ্যে ৭২ জনের মৃত্য়ুর কারণ কোভিড-ই। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন এক জন। ফলে মোট ২৬৫ জন রোগী সেরে উঠেছেন আজ পর্যন্ত। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ ১০৪৭ জন।বুধবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
স্বরাষ্ট্র সচিব নিশ্চিত করেন, এই মুহূর্তে ৬৭টি কোভিড হাসপাতাল রয়েছে রাজ্যে। সেগুলিতে মোট ৮০৩৬টি বেড প্রস্তুত রয়েছে। ৮৬০টা আইসিইউ রয়েছে এইসব হাসপাতালে। মোট ২৭১টি ভেন্টিলেটর রয়েছে। তবে আজ পর্যন্ত মাত্র ৩০টি ক্ষেত্রে ভেন্টিলেশন পদ্ধতি কাজে লেগেছে।
৩০ হাজার ১৪১টি নমুনা এখনও পর্যন্ত টেস্ট হয়েছে রাজ্যে। আলাপনবাবু বলেন, আজ থেকে এক মাস আগে এরাজ্যে টেস্টের সংখ্যা ছিল দিনে গড়ে ২৫০টি করে। এখন সেটা বেড়ে পেরিয়েছে ২০০০, সংখ্যাটা আড়াই হাজার ছাড়িয়ে যাবে শিগ্গিরি। গতকাল আড়াই হাজার টেস্ট ইতিমধ্যেই হয়েছে এরাজ্যে। একটি ল্যাবেরটরি দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, সেই ল্যাবরেটরির সংখ্যা এখন ১৫। এর মধ্যে ১০টা সরকারি ও ৫টা বেসরকারি।
তিনি জানান, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, মালদহ মেডিক্যাল কলেজ ,মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য ল্যাবগুলি কাজ করছে।আরও ১০টি সরকারি ল্যাব-সহ ১২টি পরীক্ষাগারের অনুমতি চাওয়া হয়েছে আইসিএমআর-এর কাছে।আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, কাদের করোনা টেস্ট হবে আর কাদের হবে না, তাই নিয়ে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে আইসিএমআর-এর। অনেক মানুষ টেস্ট করতে চাইছেন বলে কিছু ভুয়ো টেস্ট ক্লিনিকও গজিয়ে উঠেছে। একটি ভুয়ো ক্লিনিকের খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশ ব্যবস্থা নিয়েছে ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী।
তিনি আরও জানান, বিদেশি বিমানের পরিষেবা বন্ধের কথা প্রথমেই বলেছিল রাজ্য। সেটা কার্যকর হয়েছে পরে। রাজ্যের তরফে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডে তৈরি করা হয়েছে। এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের জন্য মাসিক হাজার টাকার ব্যবস্থা করা হয়েছে। এতে আড়াই লক্ষ পরিযায়ী শ্রমিক উপকৃত হয়েছেন। সামনের সারির যোদ্ধাদের জন্য দশ লক্ষ টাকার বিমাও চালু করা হয়েছে সরকারের তরফে। এঁদের মধ্যে সাংবাদিকরাও রয়েছেন। রাজ্যের ছ’কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছেন রাজ্যের আশা কর্মীরা।
আলাপনবাবু বলেন, কোভিডে মারা গেলে ডেথ সার্টিফিকেট কী হবে তাই নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমরা স্পষ্ট করছি, ডাক্তাররাই ডেথ সার্টিফিকেট লিখবেন প্রোটোকল মেইনটেইন করে। তিনি আরও জানান, রাজ্যে কনটেনমেন্ট জোনের পরিধি প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। ফলে সেই মোতাবেক ডেটা আপডেট করা হচ্ছে ওয়েবসাইটে।
0 Response to " স্বরাষ্ট্র সচিব: রাজ্যে আরও ১১২ জন করোনায় আক্রান্ত গত ২৪ ঘণ্টায়, মৃত ৪ জন, সেরে উঠেছেন ১ জন | বঙ্গ প্রতিদিন"
Post a Comment