-->
টিকিয়াপাড়ার ঘটনায় গ্রেফতার বিজেপি নেতার ভাই, সাজানো অভিযোগ বলল গেরুয়া শিবির | বঙ্গ প্রতিদিন

টিকিয়াপাড়ার ঘটনায় গ্রেফতার বিজেপি নেতার ভাই, সাজানো অভিযোগ বলল গেরুয়া শিবির | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-হাওড়ার টিকিয়াপাড়া বেলিলিয়াস রোড এলাকায় লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশ। গত মঙ্গলবারের ওই ঘটনায় ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করেছেন হাওড়া সিটি পুলিশ। সোমবার বেশি রাতে গ্রেফতার করা হয় রিয়াজউদ্দিন নামের এক যুবককে। তিনি বিজেপির সংখ্যালঘু সেলের হাওড়া জেলা সভাপতির ভাই। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে বিজেপি।
বিজেপির জেলা সভাপতি সুরজিৎ সাহা বলেন, “মিথ্যে অভিযোগ সাজিয়ে রিয়াজউদ্দিনকে গ্রেফতার করেছেন পুলিশ।” পুলিশের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। তাঁর কথায়, “রাজ্যের মন্ত্রী তথা হাওড়া জেলার তৃণমূল সভাপতি অরূপ রায়কে সন্তুষ্ট করতেই পুলিশ এই কাজ করেছে।”
পাল্টা সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, “এসব অভিযোগ ভিত্তিহীন। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ দেখেই গ্রেফতার করেছে পুলিশ।”
হটস্পট জোন হিসেবে চিহ্নিত বেলিলিয়াস রোডে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়। গত মঙ্গলবার লকডাউন ভেঙে ফল কেনার জন্য রাস্তায় ভিড় করে এলাকার মানুষ। বাধা দিলে বচসা শুরু হয় পুলিশের সঙ্গে। এরপরেই আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে যথেচ্ছ ইট ও বোতল ছোড়ে জনতা। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা বেলিলিয়াস রোড। পরে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ গিয়ে অবস্থা সামাল দেয়। এলাকায় রুট মার্চ করে পুলিশ ও কমব্যাট ফোর্স। তারপর থেকে কার্যত সিল করে দেওয়া হয় বেলিলিয়াস রোড।
রবিবার এলাকার মানুষের আস্থা অর্জন করতে শান্তিমিছিল করে পুলিশ। পুরোভাগে ছিলেন হাওড়া পুলিশের এসিপি সেন্ট্রাল অলোক দাশগুপ্ত– সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ছিলেন প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেত্রী ইসমত আরা বেগম ও মাইনরিটি সেলের হাওড়া জেলা সভাপতি ইসলামউদ্দিন লালা।
ইতিমধ্যেই টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামী ৭ মে ওই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে।

0 Response to "টিকিয়াপাড়ার ঘটনায় গ্রেফতার বিজেপি নেতার ভাই, সাজানো অভিযোগ বলল গেরুয়া শিবির | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads