রাজ্যে কোনও লাল জেলা নেই, জানাল রাজ্য সরকার | বঙ্গ প্রতিদিন
Monday, May 4, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-রাজ্যে কোনও লাল জেলা (Red Zone) নেই বলে সোমবার জানাল রাজ্য সরকার। এ রাজ্যে কন্টেনমেন্ট জোনের (Containment Zones ) সংখ্যা ৫১৬ হয়েছে বলেও জানানো হয়েছে নবান্নের তরফে। রাজ্য সরকার জানিয়েছে, এ রাজ্যে মোট কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৪৪৪ থেকে বেড়ে হয়েছে ৫১৬স সেখানে কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ২৬৪ থেকে বেড়ে ৩১৮ হয়েছে। সোমবার রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৮১, হাওড়ায় ৭৪, হুগলিতে ১৮, পূর্ব মেদিনীপুরে ৯টি কন্টেনমেন্ট জোন রয়েছে। আরও অন্যান্য ৮টি জেলায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৫ এরও কম।
0 Response to "রাজ্যে কোনও লাল জেলা নেই, জানাল রাজ্য সরকার | বঙ্গ প্রতিদিন"
Post a Comment