-->
করোনা ফাইট ম্যাপ’ বানাল কলকাতা মেডিক্যাল, কোভিড চিকিৎসা হবে কোন পথে জানাবে এই ব্লু প্রিন্ট | বঙ্গ প্রতিদিন

করোনা ফাইট ম্যাপ’ বানাল কলকাতা মেডিক্যাল, কোভিড চিকিৎসা হবে কোন পথে জানাবে এই ব্লু প্রিন্ট | বঙ্গ প্রতিদিন






বঙ্গ প্রতিদিন ডিজিটাল:-আউটডোর পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। পুরোপুরি কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে কলকাতা মেডিক্যাল কলেজকে। তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। করোনা রোগীদের চিকিৎসা কীভাবে হবে তার জন্য সুচিন্তিত ও গঠনমূলক ব্যবস্থা নিচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী এই মেডিক্যাল কলেজ। করোনা সংক্রমণের পরীক্ষা কোথায় হবে, সঙ্কটাপন্ন রোগীদের কোথায় রাখা হবে সবদিক বিবেচনা করে একটা ম্যাপ বানিয়ে ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
করোনা চিকিৎসার জন্য দেশের মধ্যে প্রথম কোনও সরকারি মেডিক্যাল কলেজের সমস্ত আউটডোর বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকটি বিভাগ ছাড়া হাসপাতালে এখন করোনা রোগীদেরই চিকিৎসা হবে। তারজন্য ৫০০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। কোনও রোগী হাসপাতালে এলে তিনি কোভিড পজিটিভ কিনা সেটা আগে যাচাই করা হবে, তারপর কীভাবে এবং হাসপাতালের কোন ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হবে, অবস্থা গুরুতর হলেই বা কী ব্যবস্থা নেওয়া হবে তার পরিকল্পনা করে ব্লু প্রিন্ট বানানো হয়েছে। এটা পুরোপুরি ম্যাপের মতো, চোখের সামনে থাকলে ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষরাও বিভ্রান্ত হবেন না। কোন রোগীকে কোন ওয়ার্ডে পাঠাতে হবে, কী কী ব্যবস্থা নেওয়া হবে সেটা জলের মতোই সহজ হয়ে যাবে।
এখন দেখে নেওয়া যাক কেমন এই ‘ফাইট ম্যাপ’
তিনটি পর্যায় ঠিক করা হয়েছে। রোগীদের ভাগ করে নেওয়া হবে তিনভাগে। প্রথমত, কোভিড সংক্রমণের পরীক্ষা হয়নি যাঁদের বা সংক্রমণের সন্দেহে আসা রোগীরা, দ্বিতীয়ত, যাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ও সঙ্কটাপন্ন রোগী, তৃতীয়ত, কোভিড সংক্রমণ নেই অথবা ‘সারি’ (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম) ধরা পড়েনি এমন রোগী।
কোভিড রোগী নন কিন্তু অন্য শারীরিক সমস্যা আছে এমন রোগীদের প্রাথমিক চিকিৎসার পরে অন্য হাসপাতালে রেফার করা হবে।
করোনা সংক্রমণের পরীক্ষা হয়নি যাঁদের অথবা সন্দেহ রয়েছে সংক্রামিত এমন রোগীকে প্রথমে টেস্ট করানো হবে। তার জন্য তাঁকে পাঠানো হবে গ্রিন ফার্স্ট ফ্লোরে (দোতলায়)। সেখানে নাক বা গলা থেকে নমুনা, রক্ত বা ডিম্বানু-শুক্রাণু নিয়ে সংক্রমণের পরীক্ষা হবে। রিপোর্ট নেগেটিভ এলে গ্রিন থার্ড বা ফোর্থ ফ্লোরে (চারতলা বা পাঁচতলায়)পর্যবেক্ষণে পাঠানো হবে। যদি দেখা যায় পরবর্তীকালে রোগীর মধ্যে উপসর্গ দেখা গেছে বা অবস্থা গুরুতর তাহলে তাঁকে গ্রিন সেকেন্ড ফ্লোরে সিসিইউ তে ভর্তি করা হবে। তারজন্য সিসিইউ আগে থেকেই স্যানিটাইজ বা জীবাণুমুক্ত করা থাকবে। আর রোগী যদি পুরোপুরি সুস্থ হন তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।
এবার আসা যাক কোভিড পজিটিভ রোগীদের কথায়। সংক্রামিত রোগী বা হাসপাতালে পরীক্ষা করানোর পরে কোভিড সংক্রমণ ধরা পড়েছে এমন রোগীদের আগেই সুপার স্পেশালিটি ব্লকে (এসএসবি) ভর্তি করানো হবে। যদি অস্ত্রোপচারের দরকার পড়ে তাহলে অন্য ব্যবস্থা আছে। আর যদি তা না হয় তাহলে এসএসবি-তে ওষুধ বা থেরাপির মাধ্যমেই সংক্রমণ সারানোর চেষ্টা হবে। রোগীর অবস্থা যদি গুরুতর হয় তাহলে এসএসবি-সিসিইউতে ভর্তি করানো হবে। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে গেলে কিছুদিন পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হবে।

0 Response to "করোনা ফাইট ম্যাপ’ বানাল কলকাতা মেডিক্যাল, কোভিড চিকিৎসা হবে কোন পথে জানাবে এই ব্লু প্রিন্ট | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads