-->
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬৩ হাজার,২৪ ঘণ্টায় পজিটিভ ৩২৭৭ | বঙ্গ প্রতিদিন

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬৩ হাজার,২৪ ঘণ্টায় পজিটিভ ৩২৭৭ | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল:-ভারতে গত ২৪ ঘণ্টায় ৩২৭৭ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী রবিবার, ১০ মে, সকাল ৮টা পর্যন্ত দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২৯৩৯। দেশে করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ২১০৯ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১২৮ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৫১১ জন। ভারতে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯৩৫৮ জন। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৪১৪৭২।
এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে আক্রান্ত বেড়েছিল ৩৩২০। মৃত্যু হয়েছিল ১০৩ জনের। সুস্থ হয়ে উঠেছিলেন ১৩০৭ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। কিন্তু সেই তুলনায় বেড়েছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। সঙ্গে অবশ্য মৃত্যুর সংখ্যাও বেড়েছে।

আরও পড়ুন হায়দরাবাদ থেকে মধ্যপ্রদেশ ফিরছিলেন হেঁটে,ট্রাক পিষে দিল পাঁচ শ্রমিককে, আহত আরও ১৫ | বঙ্গ প্রতিদিন

দেশে সংক্রমণ বাড়লেও প্রায় প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার। এই মুহূর্তে ভারতে করোনা থেকে সুস্থতার হার ৩০.৭৬ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২০ দিন ধরে প্রতিদিন এই হার একটু একটু করে বেড়েছে। এই বৃদ্ধি যথেষ্ট ইতিবাচক বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিসংখ্যান 
রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৩৩৩৩
অন্ধ্রপ্রদেশ১৯৩০৪৪৮৮৭
অরুণাচল প্রদেশ
অসম৬৩৩৪
বিহার৫৯১৩২২
চণ্ডীগড়১৬৯২৪
ছত্তীসগড়৫৯৪৩
দাদরা ও নগর হাভেলি
দিল্লি৬৫৪২৭৩২০২০
গোয়া
গুজরাত৭৭৯৬৪৭২২০৯১
হরিয়ানা৬৭৫২৯০
হিমাচল প্রদেশ৫০৩৮
জম্মু ও কাশ্মীর৮৩৬৩৬৮
ঝাড়খণ্ড১৫৬৭৮
কর্নাটক৭৯৪৩০৩৮৬
কেরল৫০৫৪৮৫
লাদাখ৪২১৭
মধ্যপ্রদেশ৩৬১৪২১৫১৬৭৬
মহারাষ্ট্র২০২২৮৭৭৯৩৮০০
মণিপুর
মেঘালয়১৩১০
মিজোরাম
ওড়িশা২৯৪৬৩
পুদুচেরি
পঞ্জাব১৭৬২৩১১৫৭
রাজস্থান৩৭০৮১০৬২০২৬
তামিলনাড়ু৬৫৩৬৪৪১৮২৪
তেলেঙ্গানা১১৬৩৩০৭৫০
ত্রিপুরা১৩৪
উত্তরাখণ্ড৬৭৪৬
উত্তরপ্রদেশ৩৩৭৩৭৪১৪৯৯
পশ্চিমবঙ্গ১৭৮৬১৭১৩৭২

0 Response to "ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬৩ হাজার,২৪ ঘণ্টায় পজিটিভ ৩২৭৭ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads