-->
হায়দরাবাদ থেকে মধ্যপ্রদেশ ফিরছিলেন হেঁটে,ট্রাক পিষে দিল পাঁচ শ্রমিককে, আহত আরও ১৫ | বঙ্গ প্রতিদিন

হায়দরাবাদ থেকে মধ্যপ্রদেশ ফিরছিলেন হেঁটে,ট্রাক পিষে দিল পাঁচ শ্রমিককে, আহত আরও ১৫ | বঙ্গ প্রতিদিন





বঙ্গ প্রতিদিন ডিজিটাল:-মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ঘরমুখী অভিবাসী শ্রমিকদের মৃত্যু পথ দুর্ঘটনায়। শনি ও রবিবারের মাঝের রাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ২০০ কিলোমিটার দূরে একটি ট্রাক পিষে দেয় পাঁচ ভিন্ রাজ্য থেকে ফেরা শ্রমিককে। ২০ জনের একটি দল হায়দরাবাদ থেকে মধ্যপ্রদেশের ঝাঁসি ফিরছিলেন। আহত হয়েছেন আরও ১৫ জন শ্রমিক। তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
পুলিশ জানিয়েছে নরসিংহপুর গ্রামের কাছে রাত আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একটি পণ্যবাহী ট্রাক রাস্তার ধারে বিশ্রামরত শ্রমিকদের উপর দিয়ে চলে যায়। আহত শ্রমিকদের মধ্যে দু’জনের অবস্থা গভীর সঙ্কটজনক বলে জানিয়েছে পুলিশ।
মধ্যপ্রদেশ পুলিশের তরফে আরও জানানো হয়েছে, আহত শ্রমিকদের নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একজনের শরীরে করোনা উপসর্গ মিলেছে বলে জানা গিয়েছে।
দু’দিন আগেই গোটা দেশ শিউরে উঠেছিল। মহারাষ্ট্রের জালনা থেকে মধ্যপ্রদেশে ফিরছিল ২০ জন শ্রমিকের একটি দল। হাইওয়ের বদলে রেললাইন ধরেই হাঁটা শুরু করেছিলেন তাঁরা। রাতে রেললাইনেই ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়েন ওই শ্রমিকরা। সকাল হলেই ফের হাঁটার কথা ছিল বাড়ির দিকে। কিন্তু আলো ফোটার আগেই মালগাড়ি চলে যায় ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে। ছিন্নভিন্ন হয়ে যায় ১৬ জনের দেহ। বাকিরা এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
লকডাউন ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজ্যে দেখা যায় কোনও গাড়িঘোড়া না পেয়ে পায়ে হেঁটেই ঘরমুখো হচ্ছেন শ্রমিকরা। একাধিক দুর্ঘটনাও ঘটেছে এই সময়ে। কিন্তু তৃতীয় দফার লকডাউনের মধ্যে ভিন্ রাজ্যে থাকা শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরার অনুমতি দিতেই রাস্তায় কার্যত ঢল নেমেছে শ্রমিকদের। ট্রেন-বাসের বন্দোবস্ত হলেও অনেকেরই তাতে জায়গা হচ্ছে না। তাই অপেক্ষা না করে হাঁটাকেই ভরসা করছেন আনেকে। কোলে সাত মাসের শিশু কিংবা আটমাসের অন্তঃসত্ত্বাকেও হাঁটতে দেখা গিয়েছে হাইওয়ে ধরে।

0 Response to "হায়দরাবাদ থেকে মধ্যপ্রদেশ ফিরছিলেন হেঁটে,ট্রাক পিষে দিল পাঁচ শ্রমিককে, আহত আরও ১৫ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads