সাঁতরাগাছি থানার দুই পুলিশকর্মী করোনা পজিটিভ! ভর্তি করা হল হাসপাতালে | বঙ্গ প্রতিদিন
Sunday, May 10, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল:-ফের করোনা আক্রান্ত পুলিশ! এবার হাওড়ার সাঁতরাগাছি থানার দুই পুলিশকর্মীর শরীরে কোভিড সংক্রমণ পাওয়া গেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
শুক্রবার থেকে শনিবার পর্যন্ত হাওড়ায় নতুন করোনা সংক্রমিত হয়েছেন আটজন। ওই তালিকায় এই দুই পুলিশকর্মী রয়েছেন কিনা তা অবশ্য স্পষ্ট করে স্বাস্থ্য ভবন জানায়নি।
গত তিন-চারদিন ধরেই এই দুই পুলিশকর্মীর শরীরে জ্বর-সর্দি-কাশীর মতো উপসর্গ দেখা দিয়েছিল। তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য। রিপোর্ট আসে পজিটিভ। এই দুই পুলিশকর্মীর সংস্পর্শে কারা এসেছিলেন তাঁদের চিহ্নিত করার কাজ শুরু করেছে হাওড়া জেলা প্রশাসন। মনে করা হচ্ছে সাঁতরাগাছি থানার বেশ কয়েকজন পুলিশকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ দিতে পারে প্রশাসন। সেক্ষেত্রে ওই থানার কাজ কী ভাবে চলবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পুলিশের মধ্যে।
এর আগে শিবপুর থানার সাতজন পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে তিনজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
হাওড়া এমনিতেই রেড জোন। কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও এই জেলায় ৭৬টি। এই পরিস্থিতিতে হাওড়া কর্পোরেশন ছ’টি অতি স্পর্শকাতর জায়গায় টেস্টিং কিয়স্ক শুরু করার পরিকল্পনা নিয়েছে। যাতে অনেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো যায় তার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছে কর্পোরেশন কর্তৃপক্ষ।
বাংলায় কোভিড টেস্টের সংখ্যা গত কয়েকদিনে অনেকটা বেড়েছে। শনিবার বুলেটিন প্রকাশ করে স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের ১৮টি ল্যাবে ৩৬০০টি টেস্ট হয়েছে। আগামী দিনে তা আরও বাড়বে বলে দাবি নবান্নের।
প্রসঙ্গত, পুলিশের মধ্যে কোভিডের সংক্রমণ নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে কলকাতায়। গার্ডেনরিচ থানার ওসির পর কোভিডে আক্রান্ত হয়েছেন বউবাজার থানার ওসি। পজিটিভ মিলেছে তাঁর স্ত্রীর শরীরেও। তা ছাড়া উত্তর কলকাতার আরও দুটি থানার পুলিশকর্মীর শরীরে কোভিডের সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে পুলিশের মধ্যে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে রাজ্যে।
0 Response to "সাঁতরাগাছি থানার দুই পুলিশকর্মী করোনা পজিটিভ! ভর্তি করা হল হাসপাতালে | বঙ্গ প্রতিদিন"
Post a Comment