চিনকে ছাড়াল ভারত, দেশে করোনা আক্রান্ত প্রায় ৮৬ হাজার, সুস্থ ৩০ হাজারের বেশি | বঙ্গ প্রতিদিন
Saturday, May 16, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-করোনা আক্রান্তের সংখ্যায় চিনকে ছাপিয়ে গেল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী ১৬ মে, শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫৯৪০। গত ২৪ ঘণ্টায় ৩৯৭০ জন নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৩ জনের। বর্তমানে কোভিড ১৯ আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা ২৭৫২। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩০১৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৩৪ জন। অর্থাৎ বর্তমানে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৩০৩৫।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৩৫.০৯ শতাংশ। এই হার দিন দিন বেড়েই চলেছে। সেইসঙ্গে মৃত্যুর হারও কম। ভারতে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃত্যুহার ৩.২ শতাংশ, যা বিশ্বে সবথেকে কম। এই দুই পরিসংখ্যান ইতিবাচক বলেই জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।
আরও পড়ুন করোনা ধাক্কায় আন্তর্জাতিক চুক্তি থমকে, দেশের সংস্থার থেকেই ৮৩টি তেজস কিনছে বায়ুসেনা | বঙ্গ প্রতিদিন
মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এখানে কোভিড আক্রান্তের সংখ্যা ২৯১০০। সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৬৮ জনের। সুস্থ হয়েছেন ৬৫৬৪ জন। এরপরেই রয়েছে তামিলনাড়ু। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১০১০৮। মৃত্যু হয়েছে ৭১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৯৯ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে গুজরাত। পশ্চিমের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯৯৩১ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৬০৬ জনের। আর সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৪০৩৫ জন। চতুর্থ স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। এখানে আক্রান্তের সংখ্যা ৮৮৯৫। সংক্রমণে মৃত্যু হয়েছে ১২৩ জনের। আর সুস্থ হয়েছে ৩৫১৮ জন।
এক নজরে দেখে নেওয়া যাক দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিসংখ্যান
রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৩৩ | ০ | ৩৩ |
অন্ধ্রপ্রদেশ | ২৩০৭ | ৪৮ | ১২৫২ |
অরুণাচল প্রদেশ | ১ | ০ | ১ |
অসম | ৯০ | ২ | ৪১ |
বিহার | ১০১৮ | ৭ | ৪৩৮ |
চণ্ডীগড় | ১৯১ | ৩ | ৩৭ |
ছত্তীসগড় | ৬৬ | ০ | ৫৬ |
দাদরা ও নগর হাভেলি | ১ | ০ | ০ |
দিল্লি | ৮৮৯৫ | ১২৩ | ৩৫১৮ |
গোয়া | ১৫ | ০ | ৭ |
গুজরাত | ৯৯৩১ | ৬০৬ | ৪০৩৫ |
হরিয়ানা | ৮১৮ | ১১ | ৪৩৯ |
হিমাচল প্রদেশ | ৭৬ | ৩ | ৩৯ |
জম্মু ও কাশ্মীর | ১০১৩ | ১১ | ৫১৩ |
ঝাড়খণ্ড | ২০৩ | ৩ | ৮৭ |
কর্নাটক | ১০৫৬ | ৩৬ | ৪৮০ |
কেরল | ৫৭৬ | ৪ | ৪৯২ |
লাদাখ | ৪৩ | ০ | ২২ |
মধ্যপ্রদেশ | ৪৫৯৫ | ২৩৯ | ২২৮৩ |
মহারাষ্ট্র | ২৯১০০ | ১০৬৮ | ৬৫৬৪ |
মণিপুর | ৩ | ০ | ২ |
মেঘালয় | ১৩ | ১ | ১১ |
মিজোরাম | ১ | ০ | ১ |
ওড়িশা | ৬৭২ | ৩ | ১৬৬ |
পুদুচেরি | ১৩ | ১ | ৯ |
পঞ্জাব | ১৯৩৫ | ৩২ | ৩০৫ |
রাজস্থান | ৪৭২৭ | ১২৫ | ২৬৭৭ |
তামিলনাড়ু | ১০১০৮ | ৭১ | ২৫৯৯ |
তেলেঙ্গানা | ১৪৫৪ | ৩৪ | ৯৫৯ |
ত্রিপুরা | ১৫৬ | ০ | ৪২ |
উত্তরাখণ্ড | ৮২ | ১ | ৫১ |
উত্তরপ্রদেশ | ৪০৫৭ | ৯৫ | ২১৬৫ |
পশ্চিমবঙ্গ | ২৪৬১ | ২২৫ | ৮২৯ |
0 Response to "চিনকে ছাড়াল ভারত, দেশে করোনা আক্রান্ত প্রায় ৮৬ হাজার, সুস্থ ৩০ হাজারের বেশি | বঙ্গ প্রতিদিন"
Post a Comment