-->
চিনকে ছাড়াল ভারত, দেশে করোনা আক্রান্ত প্রায় ৮৬ হাজার, সুস্থ ৩০ হাজারের বেশি | বঙ্গ প্রতিদিন

চিনকে ছাড়াল ভারত, দেশে করোনা আক্রান্ত প্রায় ৮৬ হাজার, সুস্থ ৩০ হাজারের বেশি | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-করোনা আক্রান্তের সংখ্যায় চিনকে ছাপিয়ে গেল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী ১৬ মে, শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫৯৪০। গত ২৪ ঘণ্টায় ৩৯৭০ জন নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৩ জনের। বর্তমানে কোভিড ১৯ আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা ২৭৫২। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩০১৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৩৪ জন। অর্থাৎ বর্তমানে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৩০৩৫।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৩৫.০৯ শতাংশ। এই হার দিন দিন বেড়েই চলেছে। সেইসঙ্গে মৃত্যুর হারও কম। ভারতে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃত্যুহার ৩.২ শতাংশ, যা বিশ্বে সবথেকে কম। এই দুই পরিসংখ্যান ইতিবাচক বলেই জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন করোনা ধাক্কায় আন্তর্জাতিক চুক্তি থমকে, দেশের সংস্থার থেকেই ৮৩টি তেজস কিনছে বায়ুসেনা | বঙ্গ প্রতিদিন

মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এখানে কোভিড আক্রান্তের সংখ্যা ২৯১০০। সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৬৮ জনের। সুস্থ হয়েছেন ৬৫৬৪ জন। এরপরেই রয়েছে তামিলনাড়ু। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১০১০৮। মৃত্যু হয়েছে ৭১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৯৯ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে গুজরাত। পশ্চিমের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯৯৩১ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৬০৬ জনের। আর সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৪০৩৫ জন। চতুর্থ স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। এখানে আক্রান্তের সংখ্যা ৮৮৯৫। সংক্রমণে মৃত্যু হয়েছে ১২৩ জনের। আর সুস্থ হয়েছে ৩৫১৮ জন।
এক নজরে দেখে নেওয়া যাক দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিসংখ্যান 
রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৩৩৩৩
অন্ধ্রপ্রদেশ২৩০৭৪৮১২৫২
অরুণাচল প্রদেশ
অসম৯০৪১
বিহার১০১৮৪৩৮
চণ্ডীগড়১৯১৩৭
ছত্তীসগড়৬৬৫৬
দাদরা ও নগর হাভেলি
দিল্লি৮৮৯৫১২৩৩৫১৮
গোয়া১৫
গুজরাত৯৯৩১৬০৬৪০৩৫
হরিয়ানা৮১৮১১৪৩৯
হিমাচল প্রদেশ৭৬৩৯
জম্মু ও কাশ্মীর১০১৩১১৫১৩
ঝাড়খণ্ড২০৩৮৭
কর্নাটক১০৫৬৩৬৪৮০
কেরল৫৭৬৪৯২
লাদাখ৪৩২২
মধ্যপ্রদেশ৪৫৯৫২৩৯২২৮৩
মহারাষ্ট্র২৯১০০১০৬৮৬৫৬৪
মণিপুর
মেঘালয়১৩১১
মিজোরাম
ওড়িশা৬৭২১৬৬
পুদুচেরি১৩
পঞ্জাব১৯৩৫৩২৩০৫
রাজস্থান৪৭২৭১২৫২৬৭৭
তামিলনাড়ু১০১০৮৭১২৫৯৯
তেলেঙ্গানা১৪৫৪৩৪৯৫৯
ত্রিপুরা১৫৬৪২
উত্তরাখণ্ড৮২৫১
উত্তরপ্রদেশ৪০৫৭৯৫২১৬৫
পশ্চিমবঙ্গ২৪৬১২২৫৮২৯

0 Response to "চিনকে ছাড়াল ভারত, দেশে করোনা আক্রান্ত প্রায় ৮৬ হাজার, সুস্থ ৩০ হাজারের বেশি | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads