রাজ্যে করোনা সংক্রমণের ইতিবাচক ট্রেন্ড? টেস্ট হচ্ছে অনেক বেশি, নতুন আক্রান্ত তুলনায় কম: স্বাস্থ্য ভবন | বঙ্গ প্রতিদিন
Saturday, May 16, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- রাজ্যে ৬৭০৬টি করোনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায়। তার মধ্যে নতুন পজ়িটিভ কেস ধরা পড়েছে ৮৪টি। ফলে রাজ্যে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬১। আরও ১০ জন গত ২৪ ঘণ্টায় মারা যাওয়ার পরে কোভিডে মৃতের সংখ্যা ১৫৩। ৬১ জন সুস্থ হয়ে ওঠার পরে রাজ্যে এখন মোট সুস্থ রোগীর সংখ্যা ৮২৯। শুক্রবার সন্ধেয় রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানা গেছে।
এই তথ্যগুলি ও গত কয়েক দিনের তথ্য ছানবিন করে এটাই স্পষ্ট হচ্ছে, আজ থেকে ঠিক পাঁচ দিন আগে অর্থাৎ ১০ মে ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক, ১৫৩। সেদিন টেস্ট হয়েছিল চার হাজারের সামান্য বেশি। তার পর থেকেই রোজ বেড়েছে টেস্টের সংখ্যা আর কমেছে আক্রান্তের সংখ্যা। এই দেখেই অনেকে মনে করছেন, তাহলে কি এ রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমে ভালর দিকে এগোচ্ছে?
গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের বুলেটিন বলছে, ৫২০৫টি টেস্ট হয়েছে এবং আক্রান্ত ধরা পড়েছে ৮৭ জন। তার আগে বুধবার এই পরিসংখ্যান দু’টি ছিল, ৫০১০টি টেস্ট ও আক্রান্ত ১১৭। আবার তার আগের দিন, মঙ্গলবারই ওই ৫০০৭টি টেস্টে আক্রান্ত ছিলেন ১১০ জন।
কাল এবং আজই টেস্টের সংখ্যা অনেকটা বেড়েছে। ১০ লক্ষ মানুষের মধ্যে ৭৭৩ জনের করোনা টেস্ট হচ্ছে। অথচ আক্রান্তের সংখ্যা অনেকটাই কম তুলনামূলক ভাবে। এর ফলে স্বাভাবিক ভাবেই সুস্থতার রেট বেড়ে ৩৩.৬৯ শতাংশ। যার অর্থ, রাজ্যে মোট আক্রান্তের মধ্যে এক তৃতীয়াংশ মানুষই সেরে উঠেছেন।
তবে ওই বুলেটিন এ-ও বলছে, ১০ জন নতুন করে কোভিডে মারা যাওয়ার ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৩। ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি আগেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২২৫ জনের। গত কাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধেয় জানা গেছিল, ৮৭ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ২৩৭৭। আজ বৃহস্পতিবার সেটা বেড়ে হয়েছে ২৪৬১। এঁদের মধ্যে এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনার জীবাণু সক্রিয় আছে ১৪০৭ জনের।
পাশাপাশি এদিনের বুলেটিন আরও বলছে, এ পর্যন্ত মোট ৬৯ হাজার ৫৪৩টি নমুনা পরীক্ষা হয়েছে করোনার। আজ সর্বাধিক নমুনা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত, সংখ্যাটা ৬৭০৬। এখনও পর্যন্ত যত জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৩.৫৪ শতাংশের মধ্যে কোভিডের উপস্থিতি পাওয়া গিয়েছে। ১৮টি ল্যাবে চলছে করোনার পরীক্ষা।
যদিও অন্য অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে সামগ্রিক ভাবে টেস্ট এখনও কম হয়েছে। যেমন গুজরাতে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত টেস্ট হয়েছে ১,২৪,৭০৯ জনের। আবার তামিলনাড়ুতে এখনও পর্যন্ত ২, ৯০,০০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ শুক্রবার নমুনা পরীক্ষা করা হয়েছে ১০,৮৮৩ জনের। একই ভাবে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রেও গড়ে প্রতিদিন বাংলার থেকে বেশি সংখ্যক নমুনা পরীক্ষা হচ্ছে। তবে সেই তুলনা সাময়িক ভাবে পাশে সরিয়ে রাখলে দেখা যায় গত ১৫ দিনে বাংলায় প্রতিদিনই টেস্টের সংখ্যা বেড়েছে।
রাজ্যের মোট ৬৮টি কোভিড হাসপাতালে ৮৫৭০টি বেড রয়েছে, আইসিইউ বেড আছে ৯০৭টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। ৫৮২টি সরকারি কোয়ারেন্টাইনে এ পর্যন্ত রয়েছেন ৮৮৮২ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৫ হাজার ৬৮১ জন।
তবে রাজ্যে যত জন মোট করোনায় আক্রান্ত, তাঁদের প্রায় অর্ধেকই কলকাতার বাসিন্দা। বুলেটিন বলছে, এ শহরে নতুন করে ৪৩ জনের করোনা ধরা পড়ার পরে মোট আক্রান্তের সংখ্যা এখন ১২০০। করোনায় আরও ৫ জনের মৃত্যু হওয়ার পরে মোট মারা গেছেন ৯৯ জন। করোনায় আক্রান্ত হয়ে কোমর্বিডিটির কারণে মারা গেছেন আরও ৫২ জন। ফলে করোনা সংক্রামিত অবস্থায় এ শহরে মোট মৃত্যু হয়েছে ১৫১ জনের। কলকাতার পরেই আছে হাওড়া, সেখানে আক্রান্তের সংখ্যা ৫৩৬। করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ২৯ জনের।
0 Response to "রাজ্যে করোনা সংক্রমণের ইতিবাচক ট্রেন্ড? টেস্ট হচ্ছে অনেক বেশি, নতুন আক্রান্ত তুলনায় কম: স্বাস্থ্য ভবন | বঙ্গ প্রতিদিন"
Post a Comment