-->
১ লাখ ছাড়াল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৩ হাজারেরও বেশি  | বঙ্গ প্রতিদিন

১ লাখ ছাড়াল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৩ হাজারেরও বেশি | বঙ্গ প্রতিদিন





বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেল। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৬১৬৯। সোমবার সকাল থেকে দেড় লক্ষেরও বেশি টেস্ট হয়েছে ভারতে। তাতে নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে চার হাজারের কাছাকাছি। আর তাই আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গিয়েছে। যদিও মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন আসার পরেই প্রকৃত সংখ্যা জানা যাবে।
রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছিল ৫২৪২, যা একদিনে সর্বোচ্চ। কিন্তু গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে বলেই জানা গিয়েছে। সেইসঙ্গে ভারতে করোনায় মৃতের সংখ্যা সোমবার সকালেই ছিল ৩০২৯। ২৪ ঘণ্টায় এই সংখ্যা আরও বেড়েছে। আক্রান্ত ও মৃতের সঙ্গে বেড়েছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও।
সোমবার থেকেই দেশে চতুর্থ পর্যায়ের লকডাউন শুরু হয়েছে। আরও অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই একাধিক রাজ্য দোকান-পাঠ খোলার সিদ্ধান্ত নিয়েছে। অটো, বাস চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কন্টেইনমেন্ট জোনে লকডাউনের নিয়মে কোনও ছাড় দেওয়া যাবে না বলেই জানিয়ে দিয়েছে কেন্দ্র। সেইমতো ছাড় দেওয়া হচ্ছে শুধুমাত্র গ্রিন ও অরেঞ্জ জোনে।
এই রেড, অরেঞ্জ ও গ্রিন জোন চিহ্নিত করার প্রক্রিয়াও রাজ্যগুলির উপরেই ছেড়ে দিয়েছে কেন্দ্র। জানিয়ে দেওয়া হয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই এলাকা চিহ্নিত করতে পারবে রাজ্যগুলি। কিন্তু বিমান, রেল, মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। তেমনই সিনেমা হল, শপিং মলও বন্ধ রাখার সিদ্ধান্ত বজায় রাখা হয়েছে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে সংক্রমণ শূন্য জেলা কমে হল ৪, মৃত্যু ছুঁতে চলেছে ২৫০: কোভিড পরিস্থিতির সর্বশেষ ১০ পয়েন্ট

এরপরেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে টেস্টের সংখ্যা অনেক বেড়েছে। ফলে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। কিন্তু সেইসঙ্গে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বেড়েছে। এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ থেকে সুস্থতার হার ৩৮.২৯ শতাংশ। এক মাস আগেও এই হার ২০ শতাংশের মতো ছিল। অর্থাৎ প্রতিদিন এই হার অল্প করে বাড়ছে। এই হার বুঝিয়ে দিচ্ছে ভারতে প্রতিদিন একটা ভাল সংখ্যক আক্রান্ত সুস্থ হয়ে উঠছেন।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ভারতে প্রতি লক্ষ জনসংখ্যায় আক্রান্ত হচ্ছেন ৭.১ জন। সেখানে গোটা বিশ্বে করোনা আক্রান্তের হিসেব দেখলে বোঝা যাবে, প্রতি লক্ষ জনসংখ্যায় আক্রান্ত হচ্ছেন ৬০ জন। স্পেনে প্রতি লক্ষ জনসংখ্যায় আক্রান্তের সংখ্যা ৪৯৪, যা পৃথিবীতে সর্বাধিক। আমেরিকায় প্রতি লক্ষ জনসংখ্যায় আক্রান্তের সংখ্যা ৪৩১। অর্থাৎ করোনা সংক্রমণে ভারতের অবস্থা অন্যান্য দেশগুলির থেকে অনেক ভাল বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

0 Response to "১ লাখ ছাড়াল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৩ হাজারেরও বেশি | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads