-->
বাংলায় করোনা আক্রান্তের পরিসংখ্যান নিয়ে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের অভাব এখন সাদা-কালোয় | বঙ্গ প্রতিদিন

বাংলায় করোনা আক্রান্তের পরিসংখ্যান নিয়ে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের অভাব এখন সাদা-কালোয় | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-গোটা দেশের আর কোনও রাজ্যে কোভিড আক্রান্তের পরিসংখ্যান নিয়ে এমন গোলমালের অভিযোগ এখনও শোনা যায়নি। অন্তত কোনও সর্বভারতীয় সংবাদমাধ্যমে তেমন প্রতিবেদন নজরে পড়েনি। যত গণ্ডগোল, যত অভিযোগ বাংলাকে নিয়ে!
১ মে সকালের পর আজ ৩ মে রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে আপডেট প্রকাশ হল। তাতে লেখা হয়েছে, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২২ জন।
১ মে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯৫ জন। তার পর রাজ্যের স্বাস্থ্য দফতর গতকাল শনিবার রাতে জানিয়েছে ১ এবং ২ মে রাজ্যে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে যথাক্রমে আরও ৫৭ জন ও ৭০ জন। অর্থাৎ দু’দিনে আরও ১২৭ জন আক্রান্তের সন্ধান মিলেছে। ৭৯৫-এর সঙ্গে ১২৭ যোগ করলে ৯২২ হয়। সেদিক থেকে আজ স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে প্রকাশিত মোট আক্রান্তের সংখ্যা রাজ্যের হিসাবের সঙ্গে মিলছে ঠিকই।
কিন্তু সুস্থ হয়ে কত জন বাড়ি ফিরেছেন, আর মৃতের সংখ্যার হিসাবে কেন্দ্র-রাজ্য বুলেটিনে মিল নেই। ১ মে-র সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে বলা হয়েছিল পশ্চিমবঙ্গে তখনও করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৩ জনের। তার পর গত দুদিনে যে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে তার আপডেট স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে নেই। শুধু তা নয়, ১ মে সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে বলা হয়েছিল বাংলায় তখনও পর্যন্ত ১৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত রাতে রাজ্যের বুলেটিন অনুযায়ী ১ ও ২ মে আরও ৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তা হিসাবে ধরলে মোট ১৯৯ জন সুস্থ কোভিড সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়েছেন। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে লেখা হয়েছে, এদিন সকাল পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫১জন।
পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণে কতজন আক্রান্ত, মৃতের সংখ্যাই বা কত, তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রথম থেকে তথ্য গোপনের অভিযোগ করছেন বিরোধীরা। এ ব্যাপারে রবিবার সকালে লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “বাংলার মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে। নজিরবিহীন সংকট তৈরি হয়েছে মানবজাতির সামনে। সেই পরিস্থিতিতেও কোনও সরকার এরকম লুকোছাপা করতে পারে দেখে বিষ্মিত হচ্ছি। বাংলার মানুষের দুর্ভাগ্য ছাড়া একে কী বলতে পারি!” একই মত, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীরও। তিনি বলেন, “কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির ৩০ এপ্রিল যে চিঠি পাঠিয়েছিলেন, তাতে দেখা গিয়েছিল সে দিন পর্যন্ত বাংলার ১৫ টি জেলার ৯৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দু’দিন পর সেই সংখ্যা কমে গিয়ে ৯২২ হয়ে গেল। এ যেন ভানুমতীর খেল চলছে! বাংলার মানুষ এদের ক্ষমা করবে না”।

0 Response to "বাংলায় করোনা আক্রান্তের পরিসংখ্যান নিয়ে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের অভাব এখন সাদা-কালোয় | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads