-->
২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ২৪৮৭, ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪০ হাজার | বঙ্গ প্রতিদিন

২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ২৪৮৭, ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪০ হাজার | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে ৩ মে বিকেল ৫টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪০,২৬৩। মৃত্যু হয়েছে ১৩০৬ জনের। এখনও পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১০,৮৮৭ জন। দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা এখন ২৮,০৭০।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ২৪৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণে নতুন করে মৃত্যু হয়েছে ৮৩ জনের। আর এই ২৪ ঘণ্টায় দেশ সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৬৯ জন।
আরও পড়ুন- আজ কোভিড হিরোদের ধন্যবাদ জানাবে ভারতীয় বায়ুসেনা, সঙ্গী নৌবাহিনীও | বঙ্গ প্রতিদিন
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। ১৩৯টি কেসের ক্ষেত্রে রাজ্যগুলিকে সংক্রমণের উৎস খুঁজে বের করার কথাও বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, ২ মে বিকেল ৫টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মোট ৩৭,৭৭৬। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছিল ১২২৩ জনের। সুস্থ হয়ে উঠেছিলেন ১০,০১৮ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্যআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
মহারাষ্ট্র১২২৯৬৫২১২০০০
কেরল৫০০৪০০
কর্নাটক৬০৬২৫২৮২
তেলেঙ্গানা১০৬৩২৮৪৫৮
গুজরাত৫০৫৫২৬৮৮৯৬
রাজস্থান২৭৭২৬৫১১২১
উত্তরপ্রদেশ২৬২৬৪৩৬৯৮
দিল্লি৪১২২৬৪১২৫৬
পঞ্জাব৭৭২২০১১২
হরিয়ানা৩৯৪২২৭
তামিলনাড়ু২৭৫৭২৯১৩৪১
মধ্যপ্রদেশ২৮৪৬১৫১৭৯৮
অন্ধ্রপ্রদেশ১৫৮৩৩৩৪৮৮
পশ্চিমবঙ্গ৯২২৩৩১৫১
বিহার৪৮২১১৭
ছত্তীসগড়৪৩৩৬
উত্তরাখণ্ড৫৯৩৯
হিমাচল প্রদেশ৪০৩৩
গোয়া
ওড়িশা১৬০৫৬
পুদুচেরি
মণিপুর
মিজোরাম

এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ৪ জন, ঝাড়খণ্ডে ১১৫ জন ও অসমে ৪৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ২২ জন ও অসমে ৩২ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের  সংখ্যামৃতসুস্থ
লাদাখ২২১৭
জম্মু-কাশ্মীর৬৬৬২৫৪
চণ্ডীগড়৯৪১৯
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৩৩১৭

0 Response to "২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ২৪৮৭, ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪০ হাজার | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads