-->
ভারতে প্রথম দফায় এলাইজা কিটও তৈরি হয়ে গেল, আইসিএমআরের অনুমোদনে বাজারে আনছে জাইদাস ক্যাডিলা | বঙ্গ প্রতিদিন

ভারতে প্রথম দফায় এলাইজা কিটও তৈরি হয়ে গেল, আইসিএমআরের অনুমোদনে বাজারে আনছে জাইদাস ক্যাডিলা | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল:-কোভিড সংক্রমণ নির্ভুলভাবে ধরতে এবার এনজাইম নির্ভর এলাইজা টেস্ট শুরু হতে চলেছে ভারতে। প্রথম দফায় এলাইজা কিট বানিয়ে ফেলেছে দেশের অন্যতম বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি জাইদাস ক্যাডিলা। এই টেস্ট কিট ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অনুমোদনও পেয়ে গেছে। খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে বলে জানিয়েছে এই সংস্থা।
করোনা পরীক্ষার জন্য বিদেশের টেস্ট কিটের উপর নির্ভর না করে দেশীয় প্রযুক্তিতেই কিট বানানোর উপর জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। উন্নতমানের এলাইজা টেস্ট কিট দেশেই তৈরি হবে বলে ঘোষণাও করেছিল আইসিএমআর। সরকারি উদ্যোগেই কোভিড সংক্রমণ ধরার উপযোগী করে আইজিজি (IgG) এলাইজা টেস্ট (ELISA) কিট বানানো শুরু করেছিল পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)। করোনাভাইরাসের সংক্রমণ হলে তার প্রতিরোধে শরীর যে ধরনের অ্যান্টিবডি তৈরি করে তাকেই চিহ্নিত করবে এই পরীক্ষা পদ্ধতি। নমুনায় যদি সেই ধরনের অ্যান্টিবডি মেলে তাহলেই বোঝা যাবে সেই রোগী কোভিড পজিটিভ।
এনআইভি জানিয়েছে তাদের ল্যাবে যে এলাইজা টেস্ট কিট তৈরি হয়েছে তার নাম দেওয়া হয়েছে ‘কোভিড কবচ এলাইজা’। এনআইভি-র দেখানো পথেই বাণিজ্যিক হারে এই টেস্ট কিট বানানো শুরু হযেছে দেশের একাধিক সরকারি ও বেসরকারি ফার্মা কোম্পানিতে। তার মধ্যে জাইদাস ক্যাডিলার বানানো এলাইজা টেস্ট কিট আইসিএমআরের অনুমোদন পেয়েছে। এই টেস্ট কিটের প্রথম ইউনিট বাজারে আনতে চলেছে জাইদাস ক্যাডিলা।

আরও পড়ুন:একদিনে কোভিড পজিটিভ ৩৯৬৭, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৮১ হাজার | বঙ্গ প্রতিদিন

র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের তুলনায় এলাইজা অ্যান্টিবডি কিট অনেক বেশি নির্ভরযোগ্য। রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্টে যেমন আরএনএ ভাইরাসকে শনাক্ত করা যায়, তেমনি এই এলাইজা টেস্ট ভাইরাসের সংক্রমণের ফলে রক্তে তৈরি অ্যান্টিবডিগুলিকে চিহ্নিত করতে পারে। সার্স-কভ-২ ভাইরাসের সংক্রমণ হলে ভাইরাল প্রোটিনকে আটকাতে শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডির কাজ হল ভাইরাল প্রোটিনের সঙ্গে লড়াই করা। এখন কোনও ব্যক্তির থেকে নেওয়া নমুনায় যদি এমন অ্যান্টিবডি খুঁজে পাওয়া যায় তাহলেই বুঝতে হবে সেই ব্যক্তির শরীরে ভাইরাস বাসা বেঁধেছে। এই অ্যান্টিবডিগুলিকেই যদি চিহ্নিত করে ফেলা যায়, তাহলে বোঝা যাবে সংক্রমণ কী পর্যায়ে রয়েছে। এলাইজা টেস্ট কিটের কাজ হবে সেই অ্যান্টিবডিগুলিকেই খুঁজে খুঁজে বার করা।
কোভিড সংক্রমণ ঠেকাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের উদ্যোগে বৃহত্তর পরিকল্পনা করেছে আইসিএমআর। দেশের ৭৫টি জেলায় হটস্পট চিহ্নিত এলাকাগুলিতে টেস্টিং ও সার্ভে করা হবে বলে জানানো হয়েছে। সংক্রামিত রোগীদের চিহ্নিত করে তাদের উপর ক্নিনিকাল ট্রায়াল শুরু হবে। দেশের ৩০টি হাসপাতালে অন্তত ১৫০০ রোগীর উপর চলবে এই ট্রায়াল। আইসিএমআর জানিয়েছে, খুব দ্রুত সংক্রমণ পরীক্ষার জন্য নির্ভুল ও নির্ভরযোগ্য পদ্ধতির দরকার ছিল। এলাইজা টেস্টই হবে সেই উপায়। আপাতত ৬৯টি জেলায় ২৪ হাজার মানুষের পরীক্ষা শুরু হবে এই এলাইজা টেস্ট কিট দিয়ে।
করোনা পরীক্ষায় এলাইজা টেস্ট পদ্ধতিতে সম্মতি দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। গবেষকরা বলেছিলেন, এই পরীক্ষা পদ্ধতি আরটি-পিসিআরের মতোই নির্ভুল ও সঠিক। একদিনের মধ্যে বেশি সংখ্যক মানুষের সংক্রমণের পরীক্ষা নির্ভুলভাবে করতে এলাইজা টেস্টই সবচেয়ে বেশি উপযোগী। জাইদাস ক্যাডিলা জানিয়েছে, এই টেস্ট কিটের প্রথম ইউনিট অনুমোদন পেয়ে গেছে। আরও বেশি সংখ্যায় কিট বানানো শুরু হয়েছে। এলাইজা টেস্ট কিট বানানোর জন্য সিপলা গ্রুপ ও নেক্সটজেন লাইফ সাইসেন্সকেও প্রস্তাব দিয়েছে আইসিএমআর।

0 Response to "ভারতে প্রথম দফায় এলাইজা কিটও তৈরি হয়ে গেল, আইসিএমআরের অনুমোদনে বাজারে আনছে জাইদাস ক্যাডিলা | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads