-->
 ভারতীয় ক্রীড়া জগত ইরফান খানের প্রয়াণে শ্রদ্ধা জানাল | বঙ্গ প্রতিদিন

ভারতীয় ক্রীড়া জগত ইরফান খানের প্রয়াণে শ্রদ্ধা জানাল | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :-ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং তারকা ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)সহ ভারতীয় ক্রীড়া জগত শোক প্রকাশ করলেন অভিনেতা ইরফান খানের (Irrfan Khan) প্রয়ানে। ইরফান খান, গত দু'বছর ধরে লড়াই করছিলেন মারণ রোগের সঙ্গে। কিন্তু বড্ড দ্রুত সেই লড়াই শেষ হয়ে গেল। বুধবার মুম্বইয়ের কোকিলা বেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার এক ঘণ্টা আগেই তাঁর মুখপাত্র জানিয়েছিলেন, তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু এক ঘণ্টার মধ্যে সেই লড়াই থেমে গেল। ভারতীয় ক্রিকেটে প্রাক্তন-বর্তমান থেকে সকলেই তাঁর আত্মার চির শান্তি কামনা করেন।
সেই তালিকায় বিরাট, সচিন ছাড়াও রয়েছেন, বীরেন্দ্র সেহবাগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ান ও মহম্মদ কাইফ। কোহলি লেখেন, ‘‘ইরফান খানের মৃত্যুর খবর শুনে আমি দুঃখিত। অসাধারণ প্রতিভা যা দিয়ে তিনি সবার হৃদয়কে ছুঁয়ে গিয়েছিলেন। ভগবান তাঁর আত্মাকে শান্তি দিক।'' অভিনেত্রী অনুষ্কা শর্মাও টুইট করে শোক জ্ঞ্যাপন করেছেন। 
অনুষ্কা লেখেন, ‘‘খুব কষ্ট নিয়ে এই টুইট করছি আমি। অসাধারণ অভিনেতা, আমার জন্য তাঁর অভিনয় প্রেরণা ছিল। জীবন যুদ্ধ তাঁর চলছিল কিন্তু আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।  শান্তিতে থাকুন ইরফান খান। ওম শান্তি।''
সচিন লেখেন, ‘‘ইরফান খানের প্রয়া‌নের খবরে আমি দুঃখিত। আমার প্রিয়দের মধ্যে অন্যতম। আমি তাঁর সব ছবি দেখেছি প্রায়।  শেষটা আংগ্রেজি মিডিয়াম। অভিনয় তাঁর সহজাত ছিল। তিনি অসাধারণ ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবারের জন্য সমবেদনা।''
বীরেন্দ্র সেহবাগ লেখেন, ‘‘অসাধারণ অভিনেতা, অসাধারণ প্রতিভা। তাঁর পরিবারের শুভচিন্তকদের প্রতি সমবেদনা।''
সুরেশ রায়না লেখেন, ‘‘ইরফান খানরে প্রয়ানের খবরে আমি শোকাহত। তিনি একজন প্রতিভাবাণ অভিনেতা ছিলেন। তাঁর অভাব বোধ হবে।''
মহম্মদ কাইফ লেখেন, ‘‘আমার অন্যতম প্রিয় অভিনেতা। তাঁর প্রয়ানের খবরে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।''
শিখর ধাওয়ান লেখেন, ‘‘রিপ ইরফান জি। আপনার অসাধারণ কাজ সব সময় উপভোগ করেছি। অভিনেতা ও শিল্পি হিসেবে অসাধারণ স্কিল ছিল কাজের। পরিবাবের প্রতি সমবেদনা।'' 
মহম্মদ শামি লেখেন, ‘‘ইরফান খানের প্রয়ানের খবরে আমি শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা। অসাধারণ ক্ষমতাসম্পন্ন অভিনেতা। যা সারাজীঈবন উপভোগ করব আমরা।''
ভারতীয় ফুটবল দলের অফিশিয়াল টুইটারে লেখা হয়, ‘‘ইরফান খানের প্রয়ানে আমরা শোকাহত। যিনি আমাদের তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে ছুঁয়ে গিয়েছিলেন।''
সাইনা নেহওয়াল লেখেন, ‘‘অ্যাড শুটের সময় তাঁর সঙ্গে... অসাধারণ স্মৃতি স্যার। আত্মার শান্তি কামনা করি।''

Saddened to hear about the passing of Irrfan Khan. What a phenomenal talent and dearly touched everyone's heart with his versatility. May god give peace to his soul 🙏

13.4K people are talking about this

তাঁর কেরিয়ারের সেরা সিনেমাগুলোর মধ্যে রয়েছে লাঞ্চবক্স, জুরাসিক পার্ক, করিব করিব সিঙ্গল। যা বিদেশেও প্রশংসিত হয়েছে।

0 Response to " ভারতীয় ক্রীড়া জগত ইরফান খানের প্রয়াণে শ্রদ্ধা জানাল | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads