“আমি যদি আবার দেখি...”মুসলিম সব্জি বিক্রেতাকে হুমকি বিজেপি বিধায়কের | বঙ্গ প্রতিদিন
Wednesday, April 29, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :- উত্তরপ্রদেশে নিজের বাড়ি সামনে এক মুসলিম সব্জি বিক্রেতাকে হুমকি দিলেন বিজেপি বিধায়ক (BJP MLA in Uttar Pradesh), “এলাকার কোথাও যেন তাঁকে আর দেখা না যায়”, সে ব্যাপারে সব্জি বিক্রেতাকে হুঁশিয়ারি দেন ওই বিধায়ক। একাধিকবার ওই সব্জি বিক্রেতাকে নাম জিজ্ঞেস করা হয়, যদিও তিনি হিন্দু নাম বলেছিলেন, এবং তাঁকে হেনস্থা করেন ব্রিজভুষণ রাজপুত (Brijbhushan Rajput) । এর আগে মুসলিম সব্জি বিক্রেতাকে বয়কট করার আহ্বান জানানোয় দলের এক বিধায়ককে নোটিশ পাঠায় বিজেপি, যদিও ব্রিজভুষণ রাজপুতের ওপর তার কোনও প্রভাব পড়েনি, ক্যামেরার সামনেই সব্জি বিক্রেতাকে হুমকি দেন এবং লখনউতে নিজের বাড়ির সামনে তাঁর ছেলেও একই কাজে যোগ দেন। নিজের মন্তব্য ও ভিডিও করে রাখেন মাহোবা জেলায় চারখারির বিধায়ক।
সংবাদসংস্থা এনএনআইকে বিজেপি বিধায়ক বলেন, “হ্যাঁ, এটা আমার ভিডিও। আমি তাঁকে হেনস্থা করেছি কারণ, সে মিথ্যা কথা বলেছে। সে তার নাম বলেছিল রাজকুমার, যেখানে তার নাম রেহমুদ্দিন। সে মাস্ক ও গ্লাভস পরেনি। আমরা কানপুরের ১৬ জন এবং লখনউতে একজন সব্জি বিক্রেতা করোনা আক্রান্ত বলে জানি”।
যদিও ভিডিওতে সব্জি বিক্রেতাকে মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে।বিজেপি বিধায়ক জিজ্ঞাসা করেন, “আমায় সত্যিটা বলো। তোমার নাম কী”। সব্জি বিক্রেতা উত্তর দেন, “রাজকুমার” বিধায়ককে বলে শোনা যায়, “না, তোমার নাম কী। আমাদের সত্যিটা বলো”।সব্জি বিক্রেতা বলতে থাকে “রাজকুমার”।
বিজেপি বিধায়ক সব্জি বিক্রেতাকে বলেন, “যদি তুমি তোমার আসল নাম না বলো, আমি তোমায় মারব”।যখন সব্জি বিক্রেতা সেখান থেকে চলে যেতে চাইলে, ওই বিধায়ক বলেন, “তুমি কোথায় পালাচ্ছো”?
এরপরে সব্জি বিক্রেতার ছেলেকে বিধায়ক বলেন, “তুমি সত্যিটা বলো?তোমার বাবার নাম কী ? তাহলে আমরা তোমার বাবাকে ছেড়ে দেব। নাহলে...”।
সব্জি বিক্রেতার ছেলে জানায়, “আজিজ উর রহমান”।সব্জি বিক্রেতার উদ্দেশে বিজেপি বিধায়ক বলেন,. “মুসলিম হয়ে মিথ্যা কথা বলা”
এরপরে বিধায়কের কাছে ক্ষমা চায় সব্জি বিক্রেতার ছেলে, এবং বলে, “আমরা এরপর এমনটাই করব না”।তারা চলে যাওয়ার পরেও চিৎকার করতে থাকেন বিধায়ক।
তিনি বলেন, “তোমাদের এই এলাকায় আর যেন না দেখা যায়। আমরা যদি তোমায় আবারও দেখি, তাহলে তোমায় মারব, এবং শিক্ষা দেব”।
একদিন আগেই বিভাজনমূলক মন্তব্য নিয়ে সতর্ক করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তারপর দুজন বিধায়কের বিরুদ্ধে একই অভিযোগ উঠল। প্রধানমন্ত্রী মোদি বলেন, ধর্ম ও জাতির ঊর্দ্ধে সবাইকে সমানভাবে আক্রান্ত করছে করোনা ভাইরাস অতিমারী।
মঙ্গলবার. মুসলিম সব্জি বিক্রেতাদের বয়কট করার হুমকি দেওয়া বিধায়ক সুরেশ তিওয়ারির থেকে ব্যখা চায় বিজেপি।
মোবাইল ফোনে তোলা ভিডিও ক্লিপে তাঁকে বলতে শোনা গিয়েছে, “সবাই একজা বিষয় মাথায় রাখুন। সবাইকে আমি খোলাখুলি বলছি। মিঁয়াদের (মুসলিম) থেকে সব্জি কেনার কোনও প্রয়োজন নেই”।
0 Response to "“আমি যদি আবার দেখি...”মুসলিম সব্জি বিক্রেতাকে হুমকি বিজেপি বিধায়কের | বঙ্গ প্রতিদিন"
Post a Comment