-->
করোনা আপডেট: রাজ্যে এখনও পর্যন্ত মৃত তিন, আক্রান্ত ৩৭: জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বঙ্গ প্রতিদিন

করোনা আপডেট: রাজ্যে এখনও পর্যন্ত মৃত তিন, আক্রান্ত ৩৭: জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-করোনায় রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। আক্রান্ত হয়েছেন ৩৭ জন। বুধবার এমনটাই তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নবান্নে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যের কাছ থেকে কোনোরকম তথ্য না নিয়েই বিভিন্ন সংবাদমাধ্যমে রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা বিভিন্ন দেখানো হচ্ছে। এখনও পর্যন্ত এ রাজ্যে করোনা পজেটিভ হয়েছিল ৩৭, তাঁদের মধ্যে তিনজন সুস্থ হয়ে গিয়েছেন। তিনজন মারা গিয়েছেন। তার মধ্যে একজন নিউমনিয়া।

0 Response to "করোনা আপডেট: রাজ্যে এখনও পর্যন্ত মৃত তিন, আক্রান্ত ৩৭: জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads