-->
মুসলিমদের বদনাম করার জন্য অজুহাত, দিল্লীর ঘটনা নিয়ে তোপ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর | বঙ্গ প্রতিদিন

মুসলিমদের বদনাম করার জন্য অজুহাত, দিল্লীর ঘটনা নিয়ে তোপ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- মুসলিমদের দোষারোপ বা বদনাম করার জন্য এটা একটি অজুহাত। দিল্লীর ঘটনা নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। হ্যাসট্যাগ দিয়ে এক ট্যুইটে তিনি লিখেন, এখন কারো কারো কাছে তাবলিগি জামাত সব জায়গায় মুসলিমদের বদনাম করার জন্য একটি বড়সড় অজুহাত হয়ে উঠবে। যেন আমরাই করোনা ভাইরাস তৈরি করেছি এবং বিশ্ব জুড়ে সেটা ছড়িয়ে দিচ্ছি! যদিও এদিন তিনি তাবলীগ জামায়াতকে নিয়ে তিনি বলেন, এই ঘটনা তাবলিগি জামাতের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপেরই ফল বলে মনে হলেও এটাও ঠিক যে এধরণের সমাবেশ তাদের কাছে নতুন কিছু নয়। ভারতের বেশিরভাগ মুসলমানরাই কিন্তু সরকারি নির্দেশিকা মানছেন এবং অন্যদেরকেও সেই নির্দেশ মেনে চলার পরামর্শ দিচ্ছেন।
যারা হ্যাসট্যাগ দিয়ে তাবলীগি ভাইরাস নিয়ে ট্যুইট করেছেন তাদেরকেও একহাত নিয়ে জম্মু কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী লিখেছেন, এটি করোনা ভাইরাসের থেকেও মারাত্মক। একটি প্রাকৃতিক ভাইরাস একটা নির্দিষ্ট সময়ে ধ্বংস হলেও এধরনের বিদ্বেষ সমাজে প্রভাব ফেলে দেয়।

0 Response to "মুসলিমদের বদনাম করার জন্য অজুহাত, দিল্লীর ঘটনা নিয়ে তোপ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads