শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৫, মৃত ৩, উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন | বঙ্গ প্রতিদিন
Wednesday, April 1, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- বাংলায় করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা সোমবার পর্যন্ত ছিল ২২। আর তার পরে ২৪ ঘণ্টায় সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৭। মৃতের সংখ্যা সোমবার ছিল ২। গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হওয়ায় সেই সংখ্যাটা এখন ৫।
এই ২৪ ঘণ্টায় হাওড়া জেলা হাসপাতালে ৪৮ বছরের এক মহিলা, হাওড়া গোলাবাড়ির আইএলএস হাসপাতালে ৫২ বছরের এক পুরুষ এবং কলকাতায় এনআরএস হাসপাতালে ৬২ বছরের এক পুরুষের মৃত্যু হয়েছে।
এই একই সময়ে নতুন করে সংক্রমণ মিলেছে ১৫ জনের শরীরে। সল্টলেক আমরি, ঢাকুরিয়া আমরি, রথতলার জেনিথ নার্সিংহোম, আরজিকর হাসপাতাল, মেদিনীপুর হাসপাতালে চিকিৎসাধীন একজন করে রোগীর শরীরে সংক্রমণ মিলেছে। এছাড়াও হুগলির শ্রীরামপুরে দুই পুরুষ, এগরায় একজন পুরুষ ও দমদমের আইএলএস হাসপাতালে এক মহিলার শরীরে সংক্রমণ মিলেছে। সেই সঙ্গে সংক্রমণ মিলেছে কলকাতায় সেনা হাসপাতালের আক্রান্ত চিকিৎসকের পরিবারের তিন সদস্যের শরীরে। সব মিলিয়ে সংখ্যাটা ১৫।
মঙ্গলবার রাত পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ৩৭ জন। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। ৩ জন সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। এখনও চিকিৎসাধীন ২৯ জন। এর মধ্যে ৭ জন ভেন্টিলেশনে রয়েছেন।
মঙ্গলবার বিকেলেই তিন জন আক্রান্তকে সুস্থ ঘোষণা করে বাড়ি পাঠানো হয়। কিন্তু সন্ধ্যা গড়াতেই যে ভাবে এনআরএস এবং হাওড়ার গোলাবাড়ি থেকে মৃত্যু সংবাদ এসেছে তাতে উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য ভবনের। মঙ্গলবার সন্ধ্যার পরেই গোটা চিত্রটি বদলে যায়। আরও ১০ জনের আক্রান্ত হওয়ার খবর মেলে। যার মধ্যে এদিন সন্ধ্যায় দু’জনের মৃত্যু হয়েছে। ৫২ বছরের এক ব্যক্তিকে দিন হাওড়ার গোলাবাড়ি আইএলএস হাসপাতালে মারা যান। অন্যদিকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ৬২ বছরের আরও এক ব্যক্তি। এদিন সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পরে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে নিশ্চিত হওয়া গেছে, করোনা আক্রান্ত হয়েই মারা গেছেন তিনি।
পাশাপাশি খবর আসে, আলিপুরের কমান্ড হাসপাতালের আক্রান্ত চিকিৎসকের ছেলে, মেয়ে এবং স্ত্রী– তিন জনের শরীরে মিলেছে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ। এছাড়াও শ্রীরামপুরের দুই ব্যক্তির শরীরেও মিলেছে করোনা-সংক্রমণ। এগরাতেও এক ব্যক্তির শরীরে সংক্রমণ মিলেছে। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ব্যক্তির শরীরে মিলেছে সংক্রমণ। দমদম আইএলএস হাসপাতালে ইতালির মিলান ফেরত এক প্রবীণের শরীরে মিলেছে সংক্রমণ।
মঙ্গলবার স্বাস্থ্য ভবনের বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে বাংলার বিভিন্ন হাসপাতালে ২৩৮ জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। গৃহ নজরে রাখা হয়েছে মোট ১,৪৭,৭৭৭ জনকে।
স্বাস্থ্য ভবনের কর্তারা অবশ্য বলছেন, আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ নেই। সোশাল ট্রান্সমিশন এখনও বাংলায় হয়নি। যা হয়েছে তা লোকাল ট্রান্সমিশন। তাঁদের বক্তব্য, রাজ্যের প্রত্যেকটি মানুষকে নিজের স্বার্থেই সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। বাড়ি থেকে পারতপক্ষে না বেরোলে অর্থাৎ সামাজিক সংস্রব এড়িয়ে চলতে পারলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম থাকবে।
সেইসঙ্গে কারও শরীরে সন্দেহজনক উপসর্গ দেখা দিলে তাঁকে আরও সতর্ক থাকতে হবে। যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর বাইরের রাজ্য বা দেশ থেকে যাঁরা এসেছেন তাঁরা যেন অন্তত চোদ্দ দিন বাড়ি থেকে না বেরোন। এমনকি পরিবারের সদস্যদের থেকে দূরত্ব রেখে চললেও ভাল। এতে উপকার সকলেরই।
0 Response to "শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৫, মৃত ৩, উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন | বঙ্গ প্রতিদিন"
Post a Comment