-->
করোনা আপডেট: মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০,ভারতে মোট আক্রান্ত ১৯৬৫ জন | বঙ্গ প্রতিদিন

করোনা আপডেট: মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০,ভারতে মোট আক্রান্ত ১৯৬৫ জন | বঙ্গ প্রতিদিন


বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- করোনাভাইরাসের সংক্রমণে ভারতে মৃত্যু সংখ্যা ৫০ ছুঁলো। বৃহস্পতিবার ভোর রাতে হায়দরাবাদের এক বৃদ্ধের মৃত্যুর পর ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। আক্রান্তের সংখ্যাও বেশ খানিকটা বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ৩২৮ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ মিলেছে।
এর মধ্যেও আশার খবর হল এই যে, সারা দেশে ১৫১ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন আইসোলেশনে রয়েছেন ১৭৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফেরার মধ্যে রয়েছেন বাংলার তিনজন।

0 Response to "করোনা আপডেট: মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০,ভারতে মোট আক্রান্ত ১৯৬৫ জন | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads