-->
পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল বাঁকুড়া,তারই মধ্যে জ্বলছে শুশুনিয়া | বঙ্গ প্রতিদিন

পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল বাঁকুড়া,তারই মধ্যে জ্বলছে শুশুনিয়া | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- মঙ্গলবার বিকেল থেকে জ্বলছে জেলার ‘ফুসফুস’ হিসেবে পরিচিত শুশুনিয়া পাহাড়। এরইমধ্যে পরপর দু’বার ভূমিকম্প অনুভূত হলো বাঁকুড়ায়। বুধবার সকালে কম্পন টের পেতেই আতঙ্কিত হয়ে পড়েন লকডাউনের জেরে ঘরবন্দি মানুষ। দিশেহারা হয়ে রাতারাতি রাস্তায় নেমে আসেন তাঁরা। জেলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
প্রথম কম্পন অনুভূত হয় ১১টা ১৯ মিনিটে। এর উৎসস্থল লাক্ষাদ্বীপ বলে জানা গেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। কম্পন স্থায়ী হয় ২ সেকেন্ড। দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় ১১ টা ২৪ মিনিটে। এর উৎসস্থল দুর্গাপুর থেকে ২১ কিমি পশ্চিমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।

0 Response to "পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল বাঁকুড়া,তারই মধ্যে জ্বলছে শুশুনিয়া | বঙ্গ প্রতিদিন "

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads