-->
করোনা নিয়ে সর্বদল বৈঠক প্রধানমন্ত্রীর, দিনমজুরদের বিশেষ প্যাকেজের দাবি মমতার | বঙ্গ প্রতিদিন

করোনা নিয়ে সর্বদল বৈঠক প্রধানমন্ত্রীর, দিনমজুরদের বিশেষ প্যাকেজের দাবি মমতার | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বুধবার নির্ধারিত সময়ে সর্বদল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে বাংলার শাসকদল তৃণমূলের তরফে সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তিনি দিনমজুরদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানালেন।
এদিন উত্তর কলকাতার সাংসদ বলেন, “লকডাউনের মধ্যে ভিনরাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের কী দুর্বিষহ অবস্থার মধ্যে পড়তে হয়েছে তা আমরা সবাই দেখেছি। একইসঙ্গে দিনমজুরদের অবস্থাও খুব সঙ্গীন। তাঁদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের বন্দোবস্ত করুক সরকার।”
প্রসঙ্গত, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদল বৈঠক হওয়ার আগে অন্যত্র এদিন প্রায় একই দাবি তোলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। তিনি বলেন, সমাজের গরিব ও অর্থনৈতিক ভাবে প্রান্তিক অংশের মানুষের হাতে আরও নগদ টাকা দেওয়ার প্যাকেজ ঘোষণা করুক সরকার।
এদিন সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, এনসিসির শরদ পাওয়ার, শিবসেনার সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, বহুজন সমাজ পার্টির এসসি মিশ্র-সহ অন্যান্য রাজনৈতিক দলের লোকসভার নেতারা।
দু’দিন আগেই মোদী ফোন করেছিলেন সনিয়া গান্ধী, মনমোহন সিং, মমতা বন্দ্যোপাধ্যায়দের মতো নেতানেত্রীদের। প্রধানমন্ত্রী কথা বলেন প্রাক্তন দুই রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও। এই বৈঠকে মূলত বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতাদের মতামত শুনেছেন প্রধানমন্ত্রী। তবে লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কি হবে না এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। শুধু বলেছেন, লকডাউনের ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রীয় সরকার নেবে।

0 Response to "করোনা নিয়ে সর্বদল বৈঠক প্রধানমন্ত্রীর, দিনমজুরদের বিশেষ প্যাকেজের দাবি মমতার | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads