বাড়ছে লকডাউন ইঙ্গিত মুখ্যমন্ত্রীর, রাজ্যে করোনা-আক্রান্ত ৮০! | বঙ্গ প্রতিদিন
Thursday, April 9, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-রাজ্যে করোনা (Coronavirus in West Bengal) আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৩। তবে এদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে উঠেছেন। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১২ জন করোনা-আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, 'লকডাউন ভাঙা সম্ভব বলে মনে হচ্ছে না।' তবে এই বিষয়ে ১১ এপ্রিলের বৈঠকের পরই মন্তব্য করবেন বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী আজ জানান, ' সন্ধান' নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বানানো হয়েছে। যা আশা কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। এরমাধ্যমে রাজ্যে করোনা-হটস্পট চিহ্নিত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের ৬১টি হাসপাতাল COVID-19 মোকাবিলা করছে। এছাড়াও ৫৬২টি কোয়ারানটিন সেন্টার গড়ে তোলা হয়েছে। হোম কোয়ারানটিন থেকে ৯,৫০০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তবে ৪৫ হাজারের বেশি মানুষ এখনও হোম কোয়ারানটিনে নজরবন্দি রয়েছেন।
লকডাউন 'দমবন্ধ পরিস্থিতি' জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, এখনই লকডাউন তুলে নেওয়ার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে না। প্রসঙ্গত, লকডাউন নিয়ে আগামী ১১ তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের।
0 Response to "বাড়ছে লকডাউন ইঙ্গিত মুখ্যমন্ত্রীর, রাজ্যে করোনা-আক্রান্ত ৮০! | বঙ্গ প্রতিদিন"
Post a Comment