-->
পরিবার-সহকর্মীরা কোয়ারানটিনে,করোনায় আক্রান্ত হাওড়া জেলা হাসপাতালের সুপার | বঙ্গ প্রতিদিন

পরিবার-সহকর্মীরা কোয়ারানটিনে,করোনায় আক্রান্ত হাওড়া জেলা হাসপাতালের সুপার | বঙ্গ প্রতিদিন





বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:করোনাভাইরাসে আক্রান্ত হলেন হাওড়া হাসপাতালের সুপার। তাঁকে এমআর বাঙুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। সুপারের পরিবারের সদস্যদের পাঠানো হয়েছে কোয়ারানটিনে।

হাওড়া আগেই করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছিল। এ বার সেখানে COVID-19-এ আক্রান্ত হলেন স্বয়ং জেলা হাসপাতালের সুপার। তাঁর সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছিল। তার রিপোর্ট পজিটিভ এসেছে বৃহস্পতিবার। এরপরই তাঁর পরিবারের সবাইকে কোয়ারানটিনে রাখা হয়েছে। পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা হোম কোয়ারানটিনে গিয়েছেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের প্রায় ২০০ জন আধিকারিক।

হাওড়া জেলা হাসপাতালের সুপার গত সোমবারই জানিয়েছিলেন, জেলা হাসপাতালে কোনও করোনা রোগীকে ভর্তি নেওয়া হবে না। সেখানে করোনার চিকিত্‍‌সায় যাওয়া সবাইকে সত্যবালা আইডি হাসপাতালে রেফার করা হয়। সেখানে রয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে তার পরপরই সুপারের করোনার উপসর্গ দেখা দেয়। হাসপাতালের আর এক আধিকারিক তাঁকে এমআর বাঙুরে ভর্তি করান। সেখানেই তাঁর সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

0 Response to "পরিবার-সহকর্মীরা কোয়ারানটিনে,করোনায় আক্রান্ত হাওড়া জেলা হাসপাতালের সুপার | বঙ্গ প্রতিদিন "

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads