-->
দার্জিলিঙে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে  কেন্দ্রের প্রতিনিধিদের সাফ কথা জানিয়ে দিলেন গোর্খা নেতা বিনয় তামাং | বঙ্গ প্রতিদিন

দার্জিলিঙে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে কেন্দ্রের প্রতিনিধিদের সাফ কথা জানিয়ে দিলেন গোর্খা নেতা বিনয় তামাং | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- পাঁচ সদস্যের কেন্দ্রীয় দলকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপরেই জিটিএ এলাকায় প্রবেশের সুযোগ পাবেন তাঁরা। বুধবার এই কথা জানিয়ে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং।
উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালেই শিলিগুড়ি পৌঁছেছে পাঁচ সদস্যের ওই কেন্দ্রীয় দল। কালিম্পং ও দার্জিলিঙের করোনা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবেন তাঁরা। তাঁর আগেই সাংবাদিক বৈঠক করে বিনয় তামাং বলেন, ‘‘করোনা সংক্রমণ রুখতে রাজ্য ও জেলাগুলির মধ্যে যাতায়াত নিষিদ্ধ করেছে কেন্দ্র। বাইরের রাজ্য বা জেলা থেকে কেউ এলে বাধ্যতামূলকভাবে তাঁকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাহলে কেন্দ্রের পাঠানো প্রতিনিধিদলের ক্ষেত্রেই বা এই নিয়ম লাগু থাকবে না কেন? ওঁরা তো দিল্লি থেকে এসেছেন। ওখানে কোভিড-১৯ এর সংক্রমণের হার যথেষ্ট উদ্বেগজনক।’’
বিনয় বলেন, ‘‘কেন্দ্রীয় দল এখানে ঘুরে দেখবেন, সে ব্যাপারে আমাদের কোনও আপত্তি নেই। আপত্তি জানাতেও পারি না আমরা। কিন্তু সরকারি নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরেই জিটিএ এলাকায় ঢুকতে পারবেন ওঁরা।’’
কলকাতা, হাওড়া সহ রাজ্যের ৭ টি জেলায় করোনাভাইরাস ঘটিত সংক্রমণ মোকাবিলা কেমন চলছে তা খতিয়ে দেখতে আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল পাঠানোর ব্যাপারে ১৯ এপ্রিল প্রথম চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের বক্তব্য ছিল  লকডাউনের শর্ত কোথাও কোথাও লঙ্ঘন করা হচ্ছে। ওই সাত জেলার চিকিৎসা পরিকাঠামো, টেস্টের পরিসংখ্যান ইত্যাদি খতিয়ে দেখাও কেন্দ্রের উদ্দেশ্য। এই দল পাঠানো নিয়ে গত এক সপ্তাহ ধরেই রাজ্য প্রশাসনের সঙ্গে টানাপড়েন চলছে কেন্দ্রের। সংঘাতের পরিস্থিতিও তৈরি হয়ে যায়।কারণ সেই চিঠি পাওয়ার পরই সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব বলেছিলেন, “গাইডলাইন না মেনে কেন্দ্রীয় দল এসেছে। আমাদের কিছু না জানিয়েই এলাকায় চলে যাচ্ছে। এটা আমরা মেনে নিতে পারছি না। কেন ওই এলাকাগুলো বেছে নেওয়া হল সেটাও বুঝতে পারছি না। আগে আমাদের কারণ জানান, না হলে ওই দলকে আমরা ঘুরতে দিতে পারব না!”
এরপরেই নবান্ন তাঁদের সঙ্গে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছিলেন আন্তঃমন্ত্রক প্রতিনিধি দলের অন্যতম সদস্য তথা অতিরিক্ত প্রতিরক্ষা সচিব অপূর্ব চন্দ্র। মঙ্গলবার দুপুরে তিনি বলেন, রাজ্য সরকার তাঁদের সঙ্গে কোনও সহযোগিতাই করছে না। কোথাও যেতেও দিচ্ছে না। এ ব্যাপারে প্রতিনিধি দলের সদস্যরা নর্থ ব্লকে রিপোর্ট পাঠানোর পরই মুখ্য সচিবের কাছে ফের কড়া চিঠি আসে দিল্লি থেকে। এবং এ বার মুখ্য সচিবকে চিঠি দেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। তাতে স্পষ্ট করে লেখা হয়, ‘‘আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো ১৯ তারিখের নির্দেশ অনুযায়ী আন্তঃমন্ত্রক প্রতিনিধি দলের জন্য সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা করতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের এই চিঠির জবাবে রাজ্যের মুখ্য সচিব লেখেন, আন্তঃমন্ত্রক টিমকে যে একেবারেই সাহায্য করা হয়নি তা নয়। আসলে তাঁরা আগে থেকে না জানিয়ে চলে এসেছেন বলে তাঁদের জন্য ব্যবস্থা করা যায়নি। মুখ্য সচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে এও জানিয়েছেন যে দুটি প্রতিনিধি দলের যাঁরা নেতৃত্বে রয়েছেন তাঁদের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং সব রকম সাহায্য করা হবে।
করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ে কেন্দ্র-রাজ্য সমঝোতার জায়গায় আসতে না আসতে এ বার নতুন করে আপত্তি উঠল পাহাড়ে।

0 Response to "দার্জিলিঙে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে কেন্দ্রের প্রতিনিধিদের সাফ কথা জানিয়ে দিলেন গোর্খা নেতা বিনয় তামাং | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads